সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইস্টবেঙ্গলের (East Bengal) পথে সল ক্রেসপো (Saul Crespo)। সব ঠিকঠাক চললে, লাল-হলুদ জার্সি পরেই নতুন মরশুমে খেলতে দেখা যাবে তাঁকে।
গত আইএসএলে ওড়িশা এফসির হয়ে খেলেছিলেন সল ক্রেসপো। তখন অবশ্য ওড়িশার কোচ ছিলেন জোসেপ গাম্বাউ। মাঝমাঠের খেলোয়াড় স্প্যানিশ ক্রেসপো। ওড়িশা এফসি-র তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেওয়া হয়েছে, সল ক্রেসপোকে ছেড়ে দেওয়া হয়েছে।
নতুন মরশুমের জন্য দলগঠন জোর কদমে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। কার্লেস কুয়াদ্রাতের পছন্দমতোই দল সাজাচ্ছে ইমামি ইস্টবেঙ্গল। গত মরশুমের সফল ফুটবলার ক্লেটন সিলভাকে রেখে দিয়েছে লাল-হলুদ। হয়াদরাবাদ এফসি থেকে সিভেরিও এবং বোরজা হেরেরাকে আনা হয়েছে কলকাতার ক্লাবে। সব ঠিকঠাক থাকলে কুয়াদ্রাতের সংসারে আসতে চলেছেন সল ক্রেসপো।
উল্লেখ্য, ওড়িশা এফসি সল ক্রেসপো, রেনিয়ার ও ধনচন্দ্র মিতেইকে ছেড়ে দেওয়ার ঘোষণা করেছে।
The club would like to thank @SaulCrespo23, @Raynier_11 and Denechandra for their indispensable service this season.
We wish them nothing but the best for the future
#OdishaFC #AmaTeamAmaGame pic.twitter.com/hKhHLvCXZs
— Odisha FC (@OdishaFC) May 25, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.