সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার স্বপ্না গিলের (Sapna Gill) সঙ্গে সেলফি তোলার ঘটনায় ফের বিপাকে পড়লেন ক্রিকেটার পৃথ্বী শ। বুধবার তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছেন স্বপ্না। অবিলম্বে এফআইআর দায়ের হোক পৃথ্বীর (Prithvi Shaw) বিরুদ্ধে, এমনটাই মামলায় জানিয়েছেন তিনি। এয়ারপোর্ট থানার পুলিশের বিরুদ্ধেও অভিযোগ জানিয়ে স্বপ্নার দাবি, পৃথ্বীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে অযথা গড়িমসি করেছে পুলিশ। প্রসঙ্গত, গত ১৫ মার্চ সেলফি তোলা নিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন স্বপ্না ও পৃথ্বী। হেনস্তার অভিযোগে পুলিশি হেফাজতেও রাখা হয় স্বপ্নাকে।
জানা গিয়েছে, বুধবার আন্ধেরি ম্যাজিস্ট্রেট কোর্টে ফৌজদারি মামলা দায়ের করেন স্বপ্না। সেখানে তিনি আবেদন করেন, অবিলম্বে এফআইআর দায়ের হোক পৃথ্বী শ’র বিরুদ্ধে। সেই সঙ্গে এয়ারপোর্ট থানার তদন্তকারী অফিসার সতীশ কাওয়ানকর ও সিনিয়র ইনস্পেক্টর ভগবত রানা গারান্ডের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ এনেছেন স্বপ্না। দুই অফিসারের বিরুদ্ধেও এফআইআর দায়েরের আবেদন জানিয়েছেন স্বপ্না।
প্রসঙ্গত, পৃথ্বী ও তাঁর বন্ধুকে হেনস্তার অভিযোগ ওঠে স্বপ্নার বিরুদ্ধে। তিনি গাড়ির কাঁচ ভেঙে দিয়ে লাঠি হাতে পৃথ্বীর উপর চড়াও হয়েছেন, এমনও ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। তারপরেই পৃথ্বীর বন্ধুর অভিযোগে গ্রেপ্তার করা হয় স্বপ্না-সহ আটজনকে। তিনদিন পুলিশি হেফাজতে থাকার পর জামিন পান স্বপ্না। তারপরেই ক্রিকেটারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার।
জামিন পাওয়ার পর একাধিক অভিযোগ করলেও পুলিশ তাঁর আবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়নি বলেই দাবি স্বপ্নার। সেই জন্যই এবার আদালতের শরণাপন্ন হলেন তিনি। শ্লীলতাহানি, মারধর করা-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে পৃথ্বী ও তাঁর বন্ধু আশিস যাদবের বিরুদ্ধে। প্রসঙ্গত, বর্তমানে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে আইপিএল খেলছেন পৃথ্বী। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হবে কিনা, সেদিকে লক্ষ্য রাখবে ক্রিকেটমহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.