Advertisement
Advertisement
Pele

Pele: ‘ফুটবল সম্রাট’ পেলে-কে সম্মান জানিয়ে কোন বিশেষ উদ্যোগ নিল স্যান্টোস?

বড় সিদ্ধান্ত নিল স্যান্টোস এফসি!

Santos FC's new president declares no player shall don Pele's no 10 jersey until club regains Serie A status। Sangbad Pratidin
Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 12, 2023 4:38 pm
  • Updated:December 12, 2023 4:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১১১ বছরের ইতিহাসে প্রথমবার। অবনমনে চলে গিয়েছে পেলের (Pele) ফুটবলের আঁতুড়ঘর স্যান্টোস এফসি (Santos FC)। প্রথম ডিভিশন লিগ থেকে নেমে গিয়েছে নেইমারদের (Neymar Jr) ক্লাব। এই ঘটনায় চমকে গিয়েছে গোটা ফুটবল দুনিয়া। ফলে ডিসেম্বর মাসটা ক্রমেই যেন শোকের মরশুম হয়ে উঠছে এই ক্লাবের জন্য। এক বছর আগে এমনই এক ডিসেম্বরে প্রয়াত হয়েছিলেন স্যান্টোসের ইতিহাসে শ্রেষ্ঠতম ফুটবলার এডসন আরান্টেস ডো নাসিমেন্টো। তাই তাঁকে সম্মান জানানোর জন্য বিশেষ উদ্যোগ নিল ব্রাজিলের (Brazil) এই ক্লাব।

খারাপ পারফরম্যান্সের জন্য স্যান্টোস ক্লাবেও পালাবদল ঘটেছে। এরমধ্যে আবার প্রশাসনিক পালাবদলও ঘটে গিয়েছে। স্যান্টোসের নতুন প্রেসিডেন্ট মার্সেলো টেক্সেইরা বলেছেন, “ক্লাব যতদিন না ফার্স্ট ডিভিশনে উঠছে, ততদিন ক্লাবের ১০ নম্বর জার্সি কেউ পরবে না। সেই জার্সি তোলা থাকবে। অবসরে থাকবে। কারণ ওই জার্সি পরে আমাদের ক্লাবের কিংবদন্তি পেলে খেলতেন। তাঁকে বিশেষ সম্মান ও শ্রদ্ধার্ঘ জানাতেই এমন পরিকল্পনা।” 

Advertisement

[আরও পড়ুন: বন্ধুর বার্থডে পার্টিতে ধোনি, কেক মাখিয়ে চলল সেলিব্রেশন! দেখুন ভিডিও]

১০ নম্বর জার্সিকে অবসরে পাঠানো নিয়ে ক্লাবের শীর্ষ কর্তা আর বলেন, “পেলেকে সম্মান জানাতেই এমন ভাবনা। তিনি এই জার্সি নম্বর পরে খেলে গিয়েছেন। আমরা আবারও নিজেদের আসনে প্রতিষ্ঠা পেতে চাই, আর সেটি আমরা পারবই।” এদিকে জানিয়ে রাখা ভালো এবার ব্রাজিলের ফুটবল লিগের নামকরণও হয়েছে পেলের নামে।

শুধু পেলে নয়, সেলেকাও ক্যানারিনহো ব্রিগেডে বহু তারকা উপহার দিয়েছে স্যান্টোস। সেই তালিকায় রয়েছে বর্তমান সময়ের অন্যতম মহাতারকা নেইমার। এই স্যান্টোসের জার্সিতে তাঁর মায়াবী ফুটবলে মুগ্ধ হয়েই তো নেইমারকে বিপুল অর্থের বিনিময়ে সই করিয়েছিল বার্সেলোনা। রয়েছেন ’৭০-এর বিশ্বজয়ী অধিনায়ক কার্লোস আলবার্তো, যাঁকে বলা হয় ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার। রয়েছেন গিলমার ডস স্যান্টোস, ক্লোডোয়াল্ডো সান্তানা, জোনাস এডুয়ার্ডো, লুইস ‘মুলার’ কোস্তার মতো বিশ্বজয়ী সাম্বা তারকারা। এমনকী হাল আমলে রোবিনহো, গ্যাব্রিয়েল বা রড্রিগোর মতো সফল স্ট্রাইকাররাও উঠে এসেছেন ভিলা বেলমিরোর এই ক্লাব থেকেই।

সেই ক্লাবই নাম লিখিয়েছে অবনমনের তালিকায়। ৩৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে শেষ করে স্যান্টোস। শেষ রাউন্ডে ঘরের মাঠে ফোর্টালেজাকে হারাতে পারলেই অবনমন এড়ানো যেত। কিন্তু শেষবেলায় গোল খেয়ে ১-২ ব্যবধানে ম্যাচটা হেরে যায় শতাব্দীপ্রাচীন এই ব্রাজিলিয়ান ক্লাব। অবশ্য তারপরও একটা আশার আলো ছিল। বাহিয়া বা ভাস্কো ডা গামা তাদের শেষ ম্যাচে হেরে গেল এ যাত্রায় রক্ষা পেত স্যান্টোস। বড় আর এর পরেই বড় সিদ্ধান্ত নিল ক্লাব কর্তৃপক্ষ।

[আরও পড়ুন: নাইট শিবিরেও ‘অ্যানিম্যাল’ জ্বর, হুবহু ববি দেওলের স্টাইলে নাচ রিঙ্কুর, দেখুন ভিডিও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement