Advertisement
Advertisement

যুবরাজকে নিয়ে ‘ঠাট্টা’ সানিয়ার, কপালে জুটল তীব্র সমালোচনা

সানিয়াকে কটাক্ষ, 'পাকিস্তানেই টেনিস খেলুন, ভারতে আপনার দরকার নেই।'

Sania Mirza trolled in twitter for sharing pic of Yuvraj Singh's doppelganger 
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 17, 2017 12:28 pm
  • Updated:July 13, 2018 5:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলিব্রিটি টেনিস খেলোয়াড় সানিয়া মির্জাকে নিয়ে ফের সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেল হাসি-ঠাট্টা। ঘটনার সূত্রপাত যখন সানিয়া তাঁর টুইটার হ্যান্ডেলে যুবরাজ সিংয়ের একটি ছবি শেয়ার করেন। ওই ছবিতে যুবরাজ সিংয়ের সঙ্গে হুবহু তাঁর মতোই দেখতে একজন ফ্যানকে দেখা যাচ্ছে। ছবিটি ১৫ জুন বিসিসিআই তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে। সেই ছবিটি শুক্রবার টুইটারে শেয়ার করেন সানিয়া। সঙ্গে লেখেন, ‘Same’।

[সানিয়া মির্জাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সৌরভের, ভাইরাল ভিডিও]

ছবিটি শেয়ার করে সানিয়া যুবরাজকে নিয়ে একটু মজাই হয়তো করতে চেয়েছিলেন। বোঝাতে চেয়েছিলেন যে, একইরকম দেখতে দু’জন যুবরাজকে দেখে তিনি তাজ্জব। কিন্তু যুবরাজ তার উত্তরে যা লিখেছেন, সেই কমেন্টকে হালকা বলে মানছেন না অনেকেই। যুবরাজ সিং ওই ছবির নিচে কমেন্ট করেছেন, “কোনও চান্স নেই।” যুবরাজ কি এটাই বোঝাতে চাইলেন যে তাঁর মতো শুধু দেখতে হলেই কেউ যুবরাজ সিং হয়ে যান না? তাঁর মতো মারণ রোগকে হারিয়ে মাঠে প্রত্যাবর্তনের লড়াই করে দেখান যিনি, তিনিই আসল যুবরাজ সিং।


এই ছবির নিচেই একের পর কমেন্টে সানিয়া মির্জাকে নিয়ে শুরু হয়ে যায় তীব্র সমালোচনা। একজন তাঁকে কটাক্ষ করে লেখেন, ‘এক পাকিস্তানিকে বিয়ে করেই প্রমাণ করে দিয়েছেন আপনার দেশপ্রেম! ভারতে আর টেনিস খেলতে হবে না, আপনি বরং পাকিস্তানেই থাকুন। ভারতে বহু প্রতিভাবান টেনিস খেলোয়াড় রয়েছেন।’ আর একজন লিখেছেন, ‘১৮ জুন ভারতের কাছে পর্যুদস্ত হবে পাকিস্তানের টিম।’ কয়েকজন সানিয়ার রসিকতাকে বড্ড সিরিয়াসলি নিয়ে ফেলেছেন বোঝাই যাচ্ছে। কার্যত বাধ্য হয়ে সানিয়াকে আর একটি টুইট শেয়ার করতে হয়, যেখানে লেখা, ‘রবিবারের ম্যাচ স্রেফ একটি ক্রিকেট ম্যাচ। কোনও যুদ্ধ নয়, মরণ-বাঁচন ম্যাচ নয়। বলা যায়, একটি গুরুত্বপূর্ণ ম্যাচ।’

[ইংল্যান্ড ম্যাচ জেতার পরেই সৌরভের গাড়ির সামনে বিক্ষোভ পাক সমর্থকদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement