Advertisement
Advertisement

Breaking News

ওলিম্পিকের শেষ চারে সানিয়া-বোপান্না জুটি

রিওতে পদক জয়ের বেশ কটি রাস্তা খোলা সানিয়া-বোপান্নাদের সামনে৷

Sania Mirza-Rohan Bopanna enter mixed doubles semi-finals
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 13, 2016 12:11 pm
  • Updated:July 11, 2018 12:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে রিও অলিম্পিকে পদক জয়ের আশা উজ্জ্বল হল সানিয়া-বোপান্না জুটির হাত ধরে৷ মিক্সড ডাবলসে সেমি ফাইনালে পৌঁছলেন তাঁরা৷

ব্রিটিশ প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি মারে ও ওয়াটসন জুটির বিরুদ্ধে আগাগোড়াই দাপট নিয়ে খেলেছেন সানিয়া-বোপান্না৷ তিনবারের গ্র্যান্ড স্লাম জয়ী মারেকে এদিন দৃশ্যত ক্লান্তই লাগছিল৷ মিক্সড ডাবলসে নামার আগে পুরুষদের সিঙ্গলসে প্রায় আড়াই ঘণ্টা লড়াই করেছেন৷ ফলে সানিয়া-বোপান্নাদের বিরুদ্ধে তেমন জোরদার প্রতিরোধ গড়ে তুলতে পারেননি৷ ৬-৪,৬-৪ সেটে জিতে সেমির দরজা খোলেন সানিয়া, বোপান্না৷

Advertisement

এরপর আর একটি ম্যাচ জিতলেই তাঁরা পৌঁছবেন ফাইনালে৷ সেক্ষেত্রে অন্তত রূপো নিশ্চিত৷ আর তা যদি নাও হয় তবে ব্রোঞ্জ পদকের দাবিদার হিসেবে আরও একটি প্লে-অফ ম্যাচ খেলার সুযোগ পাবেন তাঁরা৷ অর্থাৎ রিওতে পদক জয়ের বেশ কটি রাস্তা খোলা আছে সানিয়া-বোপান্নাদের সামনে৷ আর তাতেই আশার আলো দেখছেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement