Advertisement
Advertisement

ফরাসি ওপেনে বিদায় সান্টিনার

রোলাঁ গারোয় বড় অঘটন৷ ফরাসি ওপেনে থেমে গেল সান্টিনার দৌড়৷তবে, ফরাসি ওপেনে ভারতের আশা টিকিয়ে রেখেছে লিয়েন্ডার পেজ এবং রোহন বোপান্না জুটি৷

Sania Mirza-Martina Hingis Slam dream ends in Paris
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 30, 2016 12:20 pm
  • Updated:July 11, 2018 2:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোলাঁ গারোয় বড় অঘটন৷ থেমে গেল সান্টিনার দৌড়৷ চেক জুটি বারবোরা ও সিনিকোভার কাছে ৩-৬, ২-৬ গেমে হেরে ফরাসি ওপেন থেকে বিদায় নিল ইন্দো-সুইস জুটি৷ শেষ হয়ে গেল টানা চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন৷ গত বছর উইম্বলডনের পর ইউএস ওপেন ও জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সানিয়া ও মার্টিনা৷ ফরাসি ওপেনে থামল সেই বিজয়রথ৷

তবে, ফরাসি ওপেনে ভারতের আশা টিকিয়ে রেখেছে লিয়েন্ডার পেজ এবং রোহন বোপান্না জুটি৷ পুরুষদের ডবলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন দুই জন৷ টুর্নামেণ্টের ষষ্ঠ বাছাই বোপান্না-ফ্লোরিন মের্জেয়া জুটি ৬-২, ৬-৭(৪), ৬-১ গেমে হারালেন মারকাস ড্যানিয়েল ও ব্রিয়ান বেকারদের৷ আর মার্সিন ম্যাটকোস্কির সঙ্গে জুটি বেঁধে ৭-৬(৫), ৭-৬ (৪) গেমে লিয়েন্ডার হারালেন ব্রুনো সোয়ারেস ও জিমি মারেকে৷

Advertisement

বোপান্নারা পরের রাউন্ডে খেলবেন ইভান ডোডিং ও মার্সেলো মেলো এবং ক্রিস গুসিওয়ান ও আন্দ্রে সা-দের মধ্যে জয়ীদের সঙ্গে৷ লিয়েন্ডারদের লড়়াইটা অবশ্য বেশ কঠিন৷ শেষ আটে তাঁদের প্রতিপক্ষ ব্রায়ান ভ্রাতৃদ্বয়৷ তবে কোয়ার্টার ফাইনালে পৌঁছে বেশ আত্মবিশ্বাসী লিয়েন্ডার-ম্যাটকোস্কি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement