Advertisement
Advertisement

Breaking News

Sania

T20 World Cup: পাকিস্তানকে সমর্থন করে কটাক্ষের শিকার সানিয়া, জুটল ‘দেশদ্রোহী’ তকমা

সানিয়া মির্জার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনল নেটাগরিকরা।

sania-mirza-faces-backlash-on-twitter-for-supporting-pakistan | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 12, 2021 6:20 pm
  • Updated:November 13, 2021 5:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের গ্যালারিতে ছিলেন তিনি, পাকিস্তানের হয়ে গলা ফাটাতেও দেখা যায় তাঁকে। এই অপরাধে সোশ্যাল মিডিয়ায় ‘দেশদ্রোহী’র তকমা দেওয়া হল সানিয়া মির্জাকে (Sania Mirza)।

টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বিরাট কোহলির (Virat Kohli) ভারত। টুর্নামেন্টের আগে ফেভারিট তকমা পাওয়া ভারতের বিদায়ের অন্যতম কারণ আবার পাকিস্তানের কাছে হতশ্রী হার। অন্যদিকে বাবর আজমের পাকিস্তান গোটা টুর্নামেন্টে দাপটের সঙ্গে খেলে সেমিফাইনালে ওঠে। বৃহস্পতিবার শেষ চারের লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় পাকিস্তান। খেলায় পাকিস্তান হেরে গেলেও ভারতীয় সমর্থকদের একটি অংশ রেগে আগুন হয় টেনিস সুন্দরী সানিয়ার উপর।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপে তিন ছক্কায় উড়িয়েছেন পাকিস্তানকে, ক্যানসারকে হারিয়ে জীবনযুদ্ধেও জয়ী ম্যাথু ওয়েড]

উল্লেখ্য, সানিয়া ভারতীয় হলেও তাঁর স্বামী পাকিস্তান দলের অন্যতম সদস্য শোয়েব মালিক। শোয়েব পাকিস্তানের হয়ে এই ম্যাচ খেলেছেন। তাঁর সমর্থনেই গ্যালারিতে উপস্থিত ছিলেন সানিয়া। স্টিভ স্মিথের আউটের পর ক্যামেরায় উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা যায় তাঁকে। এই বিষয়টাই মেতে নিতে পারেনি নেটিজেনদের একাংশ। একজন লিখেছেন, “শত্রু দেশকে সমর্থন করেছেন সানিয়া মির্জা। যাদের হাতে প্রতিদিন ভারতীয় জওয়ানদের মৃত্যু হয়।” কেউ লিখেছেন, “এভাবে পাকিস্তানকে সমর্থন করা লজ্জার!” টেনিস তারকার পাকিস্তানকে সমর্থন করার ছবি দিয়ে একজন লিখেছেন, “কেমন ভারতীয় এই সানিয়া মির্জা?”

[আরও পড়ুন: রাহানের নেতৃত্বেই নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা ভারতের, বিশ্রামে বিরাট-সহ একাধিক তারকা]

অধিকাংশ নেটিজেনের মতে, একজন ভারতীয় হয়েও দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন সানিয়া মির্জা। অনেকে আরও এক ধাপ এগিয়ে দেশদ্রোহিতার অভিযোগও এনেছেন। আইনমাফিক শাস্তি দেওয়ার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। তবে উল্টো সুরও দেখা গিয়েছে। তাঁরা টেনিস তারকা সানিয়ার মির্জার পাশে দাঁড়িয়েছেন। তিনি যে আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করে থাকেন এবং ভারতের হয়ে একাধিক পদক জিতে দেশকে গৌরবান্বিত করেছেন, তা মনে করিয়ে দিয়েছেন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement