Advertisement
Advertisement

নয়া সঙ্গী নিয়ে প্যান প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়ন সানিয়া

স্ট্রাইকোভার সঙ্গে জুটি বাঁধার পর থেকে তিনটি টুর্নামেন্টের মধ্যে এই নিয়ে দু'টিতে চ্যাম্পিয়ন হলেন সানিয়া৷

Sania Mirza-Barbora Strycova became the champion in Pan Pacific Open
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 24, 2016 6:25 pm
  • Updated:July 13, 2018 5:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি ভেঙে গেলেও সানিয়া মির্জা ফের বুঝিয়ে দিলেন জিততে তিনি ভুলে যাননি৷ নয়া পার্টনারকে নিয়েই প্যান প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়ন হয়ে গেলেন হায়দরাবাদি সুন্দরী৷

ওলিম্পিক ও ডেভিস কাপে ভারতীয় টেনিস দলের পারফরম্যান্স প্রশ্নের মুখে পড়েছিল৷ কিন্তু টোকিওর কোর্টে ফের নিজেকে প্রমাণ করতে সফল সানিয়া৷ শনিবার মহিলা ডাবলসে চিনের অবাছাই জুটি চেন লিয়াং ও জাওজুয়ান ইয়াংকে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন সানিয়া ও তাঁর চেক সঙ্গী বারবোরা স্ট্রাইকোভা৷ কোনও সেটেই বিপক্ষকে লড়াইয়ের সুযোগ দিলেন না তাঁরা৷ মাত্র ৫১ মিনিটেই ৬-১, ৬-১ সেটে ম্যাচ পকেটে পুরে চ্যাম্পিয়নের ট্রফি হাতে তুললেন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই সানিয়া-স্ট্রাইকোভা৷

Advertisement

স্ট্রাইকোভার সঙ্গে জুটি বাঁধার পর থেকে তিনটি টুর্নামেন্টের মধ্যে এই নিয়ে দু’টিতে চ্যাম্পিয়ন হলেন সানিয়া৷ গত মাসেই পুরনো সঙ্গী হিঙ্গিস ও তার পার্টনার কোকোকে হারিয়ে সিনসিনাটি ওপেনে সেরার শিরোপা পেয়েছিল ইন্দো-চেক জুটি৷ ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকেই অবশ্য ছিটকে গিয়েছিলেন সানিয়ারা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement