Advertisement
Advertisement

মরশুমের পঞ্চম খেতাব স্যান্টিনার

এলিনা ভেসনিনা-একতারিনা মাকারোভাকে তারা হারালেন ৬-১, ৬(৫)-৭, ১০-৩-এ৷ সিডনি, ব্রিসবেন, অস্ট্রেলিয়ান ওপেন ও সেন্ট পিটারসবার্গে জয়ের পর এবার রোম জয়৷

sania-hingis win Roma open
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 16, 2016 3:00 pm
  • Updated:July 11, 2018 2:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্যান্টিনা জুটির রাজত্বের একটি মানচিত্র ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট জুড়ে৷ তাতে সিডনি, ব্রিসবেন, লন্ডনের সীমানা ছাড়িয়ে ইতালিতেও ছড়িয়ে পড়েছে সেই রাজত্ব৷ মরশুমের পাঁচ নম্বর খেতাব জিতে নিলেন সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস৷ রোম ওপেনের চ্যাম্পিয়ন হল স্যান্টিনা জুটি৷
এলিনা ভেসনিনা-একতারিনা মাকারোভাকে তারা হারালেন ৬-১, ৬(৫)-৭, ১০-৩-এ৷ সিডনি, ব্রিসবেন, অস্ট্রেলিয়ান ওপেন ও সেন্ট পিটারসবার্গে জয়ের পর এবার রোম জয়৷ সব থেকে বড় কথা, এই প্রথম লাল ক্লে কোর্টে জয় পেলেন সানিয়ারা৷ তার থেকেও বড় কথা, পরের সপ্তাহ থেকে ফরাসী ওপেন শুরু৷ তার আগে এই জয় অবশ্যই সানিয়া-হিঙ্গিসদের বাড়তি আত্মিবশ্বাস জোগাবে৷ এই নিয়ে ১৪ তম খেতাব জিতল সানিয়া-হিঙ্গিস জুটি৷ তবে এদিন ভেসনিনা-মাকারোভা জুটির বিরু‌দ্ধে সহজে জয় পাননি তারা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement