Advertisement
Advertisement

যুবভারতীতে খুশি ফিফা, কলকাতায় ফাইনালের সম্ভাবনা

ভারতবর্ষে এর আগে যে পাঁচটা ভেন্যুতে তাঁরা পরিদর্শন করেছেন তার মধ্যে সেরা কাজ করেছে কলকাতা৷

Salt Lake stadium got green signal for FIFA U-17 World Cup 2017
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 25, 2016 5:03 pm
  • Updated:June 16, 2022 5:27 pm  

স্টাফ রিপোর্টার: সরকারিভাবে বিশ্বকাপ আয়োজন করার যোগ্যতা অর্জন করে ফেলল কলকাতা৷ মঙ্গলবার ফিফার প্রতিনিধি দল যুবভারতী পরিদর্শন করে জানিয়ে দেয়, ভারতবর্ষে এর আগে যে পাঁচটা ভেন্যুতে তাঁরা পরিদর্শন করেছেন তার মধ্যে সেরা কাজ করেছে কলকাতা৷

ফিফার প্রায় জনা কুড়ি প্রতিনিধি যুবভারতীর নানা জায়গা দেখে এতটাই উচ্ছ্বসিত যে তাঁরা ক্রীড়ামন্ত্রীর কাজের ভূয়সী প্রশংসা করেন৷ এমনকী পরে তাঁরা ক্রীড়ামন্ত্রীর হাতে তুলে দেন বিশ্বকাপ করার সার্টিফিকেট৷ “আমরা এবছর ফেব্রুয়ারিতে কলকাতায় এসেছিলাম৷  তখন জানিয়েছিলাম যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করে দিন৷ কিন্তু ভাবতে পারিনি এই কয়েক মাসের মধ্যে এতটা কাজ সেরে ফেলতে পারবেন৷” জানিয়ে দেয় ফিফার প্রতিনিধি দল৷ ৭ জুলাই টুর্নামেন্টের ড্র৷ তবে টুর্নামেন্ট হবে ২০১৭ সালের ৬-২৮ অক্টোবর৷ মোট ৫২টি ম্যাচের মধ্যে কলকাতা পাবে প্রায় আটটা ম্যাচ৷ তবে উদ্বোধন যুবভারতীতে হবে না৷

Advertisement

না হওয়ার অবশ্য একটাই কারণ, কলকাতা চাইছে বিশ্বকাপের ফাইনাল৷ ফিফার নিয়ম হল, যেখানে উদ্বোধন হয় সেখানে সাধারণত ফাইনাল খেলার অনুমতি দেয় না৷ তাই ফাইনাল করার জন্য বেশি করে উদ্যোগ দেখিয়েছে বাংলা৷ মোট চারটে প্র্যাকটিস মাঠ দেওয়ার কথা জানিয়েছিল ফিফা৷ সেই চারটে মাঠ দেওয়া হচ্ছে৷ তাছাড়া রেফারিদের জন্য একটা প্র্যাকটিস মাঠও দেওয়ার কথা৷ তা দেওয়া হবে সেন্ট্রাল পার্কে৷ মার্চের মধ্যে মাঠ পুরোপুরি ফিফার হাতে তুলে দিতে হবে৷ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়ে দিলেন, “আমরা জানুয়ারির মধ্যে মাঠের কাজ শেষ করে দেব৷ মার্চ পর্যন্ত সময় লাগবে না৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement