Advertisement
Advertisement

Breaking News

চেকের ফটোকপিই সার, হাতে এক পয়সাও পাননি সাক্ষীর কোচ

“সাক্ষীর পদকই আমার সবথেকে বড় পুরস্কার”, জানাচ্ছেন কুলদীপ৷

Sakshi Malik's coach yet to get his cheque from Haryana Govt.
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 26, 2016 2:12 pm
  • Updated:July 11, 2018 12:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিশ্রুতি আর বাস্তবের মধ্যে দূরত্ব যে ঠিক কতখানি, তা যেন বুঝছেন সাক্ষী মালিকের কোচ কুলদীপ মালিক৷ তাঁর তত্ত্বাবধানেই ছাত্রী রিওতে পদক জিতেছেন৷ অর্থমূল্য আর প্রশংসায় তাঁকে ভরিয়ে দিয়েছে সরকার৷ কিন্তু এখনও পর্যন্ত কোচের প্রাপ্তি বলতে স্রেফ চেকের ফটোকপি৷

রিওতে সাফল্যের পর হরিয়ানা সরকারের তরফে কুলদীপ মালিককে দশ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল৷ এক সংবর্ধনা সভায় তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল চেকের ফটোকপি৷ কিন্তু এখনও সত্যিকার সেই চেক চোখেই দেখেননি তিনি৷ গত আগস্টে সাক্ষীকে যেদিন খেলরত্ন সম্মান দেওয়া হয়, সেদিন রেল দফতরে  কুলদীপেরও পদোন্নতির কথা ঘোষণা করেছিলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু৷ কুলদীপ পেশায় রেলের টিকিট পরীক্ষক৷ কিন্তু রেলের সঙ্গে তিনি পরে এ ব্যাপারে যোগাযোগ করলে তাঁকে জানানো হয়, ছাত্রীর সাফল্যের নিরিখে কোচকে কোনও প্রমোশন দেওয়া হয় না৷ চেকের জন্যও তিনি প্রশাসনিক মহলে খোঁজ করেই চলেছেন৷ কিন্তু দেরি হবে বলে বারবার ফেরানো হয়েছে তাঁকে৷ রিওর সাফল্যের পর এতগুলো দিন পেরিয়ে গেলেও হাতে এক পয়সাও পাননি তিনি৷

Advertisement

এই প্রেক্ষিতে কী মন্তব্য ‘সাই’ কোচের? তিনি জানাচ্ছেন, সাক্ষী কখনও তাঁকে অসম্মান করেননি৷ “দেশবাসী জানে রিওতে আমরা কী অর্জন করেছি৷ আমি তার জন্য কোনও অর্থমূল্য চাইছিও না৷ কিন্তু প্রতিশ্রুতি যখন দেওয়া হয়েছে তখন অন্তত তা রাখতে পারত৷ তবে সাক্ষীর পদকই আমার সবথেকে বড় পুরস্কার”, জানাচ্ছেন কুলদীপ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement