Advertisement
Advertisement

এই বছরই সাত পাকে বাঁধা পড়ছেন সাক্ষী

তাঁর দাদা জানিয়ে দিলেন এই বছরেই সাত পাকে বাঁধা পড়ছেন সাক্ষী মালিক৷

Sakshi Malik to tie knot this year
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 6, 2016 6:47 pm
  • Updated:September 6, 2016 6:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে যে করছেন তা জানা গেছিল আগেই, এবার কার্যত সিলমোহর পড়ল সেই খবরে৷ ওলিম্পিকে ভারতের হয়ে ব্রোঞ্জ জিতে দেশে ফিরে এসেছেন৷ ফেরার পরেই তাঁর দাদা জানিয়ে দিলেন এই বছরেই সাত পাকে বাঁধা পড়ছেন সাক্ষী মালিক৷

বয়সে দু’বছরের ছোট সত্যার্থ কাদিয়ান  নামের স্বনামধন্য কুস্তিগিরের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছেন সাক্ষী৷ তিনিও রোহতকের বাসিন্দা৷ ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমস-এ রুপো ও ইনচেওন এশিয়ান গেমসে ব্রোঞ্জ পান কাদিয়ান৷ ওলিম্পিকে ব্রোঞ্জ জেতার পরেই ফেসবুকে নিজেদের ছবি দিয়ে প্রিয়তমা কে শুভেচ্ছা বার্তাও পাঠিয়ে ছিলেন তিনি৷ এখন বাস্তবের ‘সুলতান’ দেখার অপেক্ষায় ভারতবাসী৷

Advertisement

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement