Advertisement
Advertisement

খাপ পঞ্চায়েতের সংবর্ধনা ফিরিয়ে কড়া বার্তা সাক্ষীর

সংবর্ধনা প্রস্তাব ফিরিয়ে দেশের একজন সফল নারী হিসেবেই খাপের দুনিয়াকে প্রয়োজনীয় বার্তা দিলেন সাক্ষী৷

Sakshi Malik refused to be present in a Khap Panchayat Felicitation ceremony

ফাইল ছবি

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 18, 2016 11:36 am
  • Updated:July 13, 2018 6:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানা মানে কন্যাভ্রুণ হত্যা, হরিয়ানা মানে খাপ পঞ্চায়েতের দৌরাত্ম্য- এ ছবি যেন বদলে দিয়েছিলেন তিনি৷ রিও ওলিম্পিকে তাঁর ব্রোঞ্জ পদক যেন বদলে দিয়েছে হরিয়ানার মুখ৷ সেই সাক্ষী মালিকই এবার ফিরিয়ে দিলেন এক খাপ পঞ্চায়েতের সংবধর্না প্রস্তাব৷

একদিন এই খাপ পঞ্চায়েত তাঁর খেলাতেও থাবা বসাতে চেয়েছিল৷ সেদিন ছোট্ট সাক্ষীর কোচ প্রতিবাদে মুখর না হলে হয়তো রিও’য় সাফল্যের দিন আসতই না৷ এবার তাই সেই খাপের সঙ্গে নিজের নাম জড়াতে নারাজ হলেন ব্রোঞ্জজয়ী কুস্তিগির৷

Advertisement

সম্প্রতি রোহতকের এক খাপ পঞ্চায়েত তাঁকে সংবর্ধনা জানানোর প্রস্তাব দিলে তা ফিরিয়ে দেন সাক্ষী৷ অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়নি তাঁকে৷ এমনকী অন্যান্য ওলিম্পিয়ানদের আমন্ত্রণ জানানো হলে, তাঁরাও হাজির হননি৷ সাক্ষীকে একেবারে ব্যক্তিগত পর্যায়ে পারিবারিক দিক থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তাও সাক্ষী এ সংবর্ধনা ফিরিয়ে দেন৷  যদিও দেশে ফেরার পর থেকে একের পর এক সংবর্ধনা সভায় তাঁকে হাজির হতে দেখা গিয়েছে৷ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ তাঁকে যে সম্মান দিয়েছেন তা মাথা পেতেই গ্রহণ করেছেন সাক্ষী৷ কিন্তু এক্ষেত্রে তিনি অনড়৷

তাঁর এই সিদ্ধান্ত যেমন তারিফযোগ্য, তেমন গুরুত্বপূর্ণও বটে৷ রিও ওলিম্পিককেই ভারতীয় নারীশক্তির এক উত্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে৷ সাক্ষী-দীপা-সিন্ধুদের দৌলতেই তা সম্ভব হয়েছে৷ সেই উত্থানের অন্যতম মুখ হয়ে সাক্ষী চান না, খাপের সংবর্ধনা গ্রহণ করতে৷ কেননা এই খাপ পঞ্চায়েতের হাতে নারীদের অত্যাচারিত হওয়ার ঘটনা এখনও আকছার ঘটে চলেছে৷ সংবর্ধনা প্রস্তাব ফিরিয়ে দেশের একজন সফল নারী হিসেবেই খাপের দুনিয়াকে প্রয়োজনীয় বার্তা দিলেন সাক্ষী৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement