Advertisement
Advertisement

এবার সাত পাকে বাঁধা পড়ছেন সাইনা নেহওয়াল, পাত্র তাঁরই সতীর্থ

জানেন পাত্রটি কে?

Saina nehwal to tie knot this December
Published by: Subhajit Mandal
  • Posted:September 26, 2018 11:31 am
  • Updated:September 26, 2018 11:31 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রীড়ামহলে নতুন রোম্যান্স। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সাইনা নেহওয়াল। দীর্ঘদিন ধরেই এই ভারতীয় ব্যাডমিন্টন তারকার বিয়ে নিয়ে গুঞ্জন চলছিল ক্রীড়ামহলে। এবার সেই গুঞ্জনে সরকারি সিলমোহর পড়ে গেল। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, আগামী ডিসেম্বরেই সাতপাঁকে বাধা পড়তে চলেছেন সাইনা। কিন্তু কাকে বিয়ে করছেন, হায়দরাবাদি শাটলার? জানলে অবাক হবেন আপনিও। নিজেরই সতীর্থ পেরুপলি কাশ্যপকে বিয়ে করছেন সাইনা।

[অবিশ্বাস্য! অমীমাংসিতভাবে শেষ হল রুদ্ধশ্বাস ভারত-আফগানিস্তান লড়াই]

ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের মতে, আগামী ১৬ ডিসেম্বর চারহাত এক হতে চলেছে কাশ্যপ এবং সাইনার। হায়দরাবাদেই একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হবে। তবে, বিয়েটা হবে ব্যক্তিগতভাবেই। মোট ১০০ জনকে নিমন্ত্রণ জানানো হবে বলে জানা গিয়েছে। তবে, বিয়ের সপ্তাহখানের মধ্যেই বড়সড় পার্টির আয়োজন করা হচ্ছে। ২১ ডিসেম্বর হতে পারে গ্র্যান্ড রিসেপশন। সাইনা এবং কাশ্যপের পরিবার সূত্রের খবর, “দুই বাড়ি থেকে আলোচনা করেই বিয়ের তারিখ পাকা করা হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর দিন ঠিক করা হয়েছে। সেইমতো প্রস্তুতিও শুরু করে দিয়েছে দুই পরিবারের লোকেরা।”

Advertisement

[২৮ বছর পর মোহনবাগান নির্বাচনে টুটু বোস, লড়ছেন অঞ্জনের বিরুদ্ধে]

শোনা যাচ্ছে, গত প্রায় এক দশক ধরেই চুপি চুপি প্রেম করছেন সাইনা-কাশ্যপ। কিন্তু নিজেদের প্রেম নিয়ে এর আগে টু শব্দটিও করেননি সাইনা বা কাশ্যপ। তবে, ঘনিষ্ঠদের কেউ কেউ প্রেমের বিষয়টি জানতেন বলে সূত্রের খবর। ২০০৫ সালে গোপীচাঁদ অ্যাকাডেমিতে প্রথমবার দেখা হয় দু’জনের। সেখান থেকেই ঘনিষ্ঠতা। এক সঙ্গেই অনুশীলন করতেন দু’জন। কিন্তু কখনই প্রেমের বিষয়টি স্বীকার করতেন না। এবার এক্কেবারে বিয়ে। ব্যাডমিন্টন কেরিয়ারে কাশ্যপের থেকে বেশি সফল সানিয়া। কিন্তু কথায় বলে, প্রেম কখনও লুকিয়ে রাখা যায় না। এখন দেখা যাক দাম্পত্য জীবনে কে বেশি সফল হন।

[ঈশ্বরদের ছুটি! এক দশক পর স্বাভাবিক হওয়ার পথে বিশ্ব ফুটবল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement