Advertisement
Advertisement

Breaking News

অবশেষে বিয়ের দিনক্ষণ ঘোষণা করলেন সাইনা নেহওয়াল

নিজের মুখেই ফাঁস করলেন প্রেমের গল্প।

Saina Nehwal announces wedding date
Published by: Subhajit Mandal
  • Posted:October 8, 2018 6:50 pm
  • Updated:October 8, 2018 6:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন তৈরি ছিলাম না, এখন আমরা তৈরি। অবশেষে অকপট স্বীকারোক্তি করলেন টেনিস তারকা সাইনা নেহওয়াল। মাসখানেক আগেই গুজব ছড়িয়েছিল ১৬ ডিসেম্বর বিয়ে করতে চলেছেন সাইনা। পাত্র পারুপল্লি কাশ্যপ। সেই খবরেই সিলমোহর দিলেন হায়দরাবাদি শাটলার। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাইনা জানিয়েছেন, আগামী ২০ ডিসেম্বর থেকে প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগ খেলায় ব্যস্ত হয়ে যাব। তারপরই অলিম্পিকের বাছাই পর্বের খেলা শুরু হয়ে যাবে। তাই ওই দিনটাকেই বেছে নিলাম বিয়ের জন্য। আগামী ১৬ ডিসেম্বর চারহাত এক হতে চলেছে কাশ্যপ এবং সাইনার। হায়দরাবাদেই একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হবে। তবে, বিয়েটা হবে ব্যক্তিগতভাবেই। মোট ১০০ জনকে নিমন্ত্রণ জানানো হবে বলে জানা গিয়েছে। 

[চিটফান্ডে টাকা রেখে ৫০ লাখ খোয়ালেন যুবরাজের মা]

নিজেদের প্রেমের গল্প নিয়েও এদিন খোলাখুলি আলোচনা করলেন অলিম্পিকে পদকজয়ী শাটলার। ২০০৫ থেকেই গোপীচাঁদ অ্যাকাডেমিতে একসঙ্গে অনুশীলন করতেন সাইনা-কাশ্যপ। শোনা যাচ্ছে, গত প্রায় এক দশক ধরেই চুপি চুপি প্রেম করছেন এই যুগল। কিন্তু নিজেদের প্রেম নিয়ে এর আগে টু শব্দটিও করেননি সাইনা বা কাশ্যপ। তবে, ঘনিষ্ঠদের কেউ কেউ প্রেমের বিষয়টি জানতেন বলে সূত্রের খবর। এদিন সাইনা বললেন, “২০০৭-০৮ সাল নাগাদ আমরা একসঙ্গে বড় বিদেশ সফরগুলিতে যাওয়া শুরু করি। আমরা বিদেশেও একসঙ্গে অনুশীলন করতাম। ধীরে ধীরে একে অপরের প্রতি আকৃষ্ট হতে শুরু করি। আজকের প্রতিদ্বন্দ্বিতার বাজারে একে অপরের ঘনিষ্ঠ হওয়া সত্যি কঠিন কাজ। কিন্তু আমরা নিজেদের মধ্যে কথা বলতে ভালবাসতাম।আস্তে আস্তে অনুভূতিটা বাড়তে থাকে। “

Advertisement

[ধর্ষণ কাণ্ডে আরও চাপে রোনাল্ডো, এবার পুলিশি জেরার মুখে!]

কিন্তু এতদিন বাদে কেন বিয়ে? এ প্রশ্নের জবাবে সাইনা বলেন, আমরা এর আগে বিয়ে নিয়ে খুব একটা ভাবিনি। আসলে একজন ক্রীড়াবিদের শিশুদের মতোই যত্নের প্রয়োজন হয়। আমি বাড়িতেও তেমনি যত্ন পেয়ে এসেছি। কিন্তু বিয়ের পর সেই দায়িত্বটা নিজেকেই বুঝে নিতে হবে। আর এতদিন পর্যন্ত সেই দায়িত্বটা নিতে প্রস্তুত ছিলাম না। তাছাড়া কমনওয়েলথ এবং এশিয়ান গেমসের প্রস্তুতির জন্যও দেরি হচ্ছিল। এবার সেসব মিটিয়ে আমরা বিয়ের জন্য প্রস্তুত।” কিন্তু দুজনের মধ্যে কে আগে প্রেমের প্রস্তাবটি দিয়েছিল? এ প্রশ্নে লাজুক মুখে সাইনার জবাব, “বলার প্রয়োজন পড়েনি। আমাদের একসঙ্গে দেখে আমাদের বাবা-মা বুঝে গিয়েছেন। “

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement