সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবসরের পর জীবনের আরও একটি নতুন ইনিংস শুরু করলেন শচীন তেণ্ডুলকর৷ অস্ট্রেলিয়ার ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানি স্পার্টান ইন্টারন্যাশনালে বিনিয়োগকারী এবং সদস্য হিসাবে যোগ দিলেন মাস্টার ব্লাস্টার৷ এই কোম্পানি ১ অক্টোবর থেকে বাজারে আনছে হেলমেট, গ্লাভস, গার্ড এবং অন্যান্য সরঞ্জাম৷
শচীন ব্যবসায় যোগদান করা প্রসঙ্গে জানিয়েছেন, “আমি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে এই কোম্পানির সঙ্গে যুক্ত হইনি৷ পুরোটাই করেছি আবেগ থেকে৷ আগামী প্রজন্মের জন্য কিছু করে যেতে চাই৷” সদ্যই তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে৷ একটু খুঁড়িয়ে হাঁটছিলেন৷ নিজেই মজা করে জানালেন, নতুন জার্নি খারাপ লাগছে না৷ তারপর বললেন, “কিছু বছর আগেও এই ধরনের কর্মকাণ্ডের বিপরীত দিকে আমার অবস্থান ছিল৷ এখন সামনে থেকে কাজ করতে চাই৷ এর মাধ্যমে যদি ক্রিকেটকে কিছু ফিরিয়ে দিতে পারি, তা হলে ভালই লাগবে৷”
খেলতে গিয়ে বহুবার আঙুল ভেঙেছে তাঁর৷ সেখান থেকেই নতুন ধরনের গ্লাভস তৈরি করার কথা মাথায় এসেছিল শচীনের৷ প্রাক্তন কিংবদন্তি বলছিলেন, “জানি, চোট-আঘাত খেলারই অঙ্গ৷ কিন্তু আমি চাই স্পার্টান কোম্পানিতে নিজের ২৫ বছরের অভিজ্ঞতা বিনিময় করতে৷ ক্রিকেটে প্রচুর পরিবর্তন হচ্ছে৷ সরঞ্জামের ক্ষেত্রে আরও আধুনিক হওয়াটা দরকার৷ আমাদের আরও কিছু পরিকল্পনা আছে৷ ধীরে ধীরে বাজারে আনা হবে৷ গ্লাভসের পরিবর্তন আনতে হবে৷” হেলমেটেও বিবর্তন আনাটা দরকার বলে মনে করেন তিনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.