Advertisement
Advertisement

Breaking News

সিন্ধুর হাতে বিএমডব্লিউ তুলে দেবেন মাস্টার ব্লাস্টার

মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকরই এবার সিন্ধুর হাতে তুলে দেবেন বিএমডব্লিউ৷

Sachin to present Sindhu with BMW for Silver medal in RIO
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 24, 2016 12:29 pm
  • Updated:July 13, 2018 6:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিও ওলিম্পিকে তিনি ছিলেন শুভেচ্ছাদূত৷ দেশে যখন শোভা দে ভারতীয় অ্যাথলিটদের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, তখন ব্যর্থতা সত্ত্বেও অ্যাথলিটদের লড়াইয়ের পাশেই ছিলেন তিনি৷ সেরকমই আছেন সাফল্যের পাশেও৷ মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকর এবার সিন্ধুর হাতে তুলে দেবেন বিএমডব্লিউ৷

হায়দরাবাদের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ভি চামুণ্ডেশ্বরানাথ ও তাঁর বন্ধুরা মিলে এই বিএমডব্লিউটি উপহার দেবেন সিন্ধুকে৷ তিনি শচীনের ঘনিষ্ঠ বন্ধুও৷ তাই শচীনের হাত দিয়েই এই উপহার পৌঁছে যাবে সিন্ধুর কাছে৷ প্রসঙ্গত আর এক শাটলার সাইনা নেহওয়াল যখন লন্ডন ওলিম্পিক থেকে ব্রোঞ্জ জিতে ফিরেছিলেন, তখন তাঁর হাতে বিএমডব্লিউ তুলে দিয়েছিলেন শচীনই৷ অনুর্দ্ধ্ব-১৯ এশিয়ান গেমসে সিন্ধু যখন মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছিলেন সিন্ধু, তখন তাঁর হাতে মারুতিও তুলে দিয়েছিলেন শচীন৷ এবার পালা বিএমডব্লিউ-এর৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement