Advertisement
Advertisement

কেরলের মাদক বিরোধী অভিযানের মুখ হচ্ছেন শচীন

কেরলে মদ ও ড্রাগের আষক্তি দিনের পর দিন বেড়েই চলেছে৷ এমন পরিস্থিতি থেকে রাজ্যকে বের করে আনতে বদ্ধপরিকর কেরল সরকার৷ সিপিআইএম এলডিএফ সরকার শচীনের নাম নিয়ে এর বিরুদ্ধে প্রচার করবে৷ সরকারের আশা, শচীনের নাম শুনলে জনগণ প্রভাবিত হবেন৷

Sachin Tendulkar to lend name for Kerala government's anti-drug campaign
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 3, 2016 2:51 pm
  • Updated:July 11, 2018 2:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও অনামী ব্যক্তি বললে হয়তো আম আদমি শুনবেন না৷ কিন্তু শচীন তেণ্ডুলকর অনুরোধ করলে তা কি ফেলা সম্ভব? একদমই না! মাদক ও মদ্যপান বন্ধ করার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে তাই মাস্টার ব্লাস্টারকেই সামনে রাখা হচ্ছে৷
কেরলে মদ ও ড্রাগের আষক্তি দিনের পর দিন বেড়েই চলেছে৷ এমন পরিস্থিতি থেকে রাজ্যকে বের করে আনতে বদ্ধপরিকর কেরল সরকার৷ সিপিআইএম এলডিএফ সরকার শচীনের নাম নিয়ে এর বিরুদ্ধে প্রচার করবে৷ সরকারের আশা, শচীনের নাম শুনলে জনগণ প্রভাবিত হবেন৷ বুধবার বিষয়টি আলোচনার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে দেখা করেছিলেন ক্রিকেট ঈশ্বর৷ বৈঠকে উপস্থিত ছিলেন কেরালা ব্লাস্টার্স ফ্র্যাঞ্চাইজির আরও তিনজন সহ-কর্নধার৷ বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, “মদ ও মাদকের বিরুদ্ধে প্রচার আরও শক্তিশালী করে তুলতে শচীন ওঁর নাম ব্যবহার করতে সম্মতি দিয়েছেন৷ শচীন জানিয়েছেন, তাঁর তরফ থেকে এই প্রচারের স্বার্থে যা যা করা প্রয়োজন, তিনি করবেন৷” তবে শচীনকেই এই প্রচারের মুখ করা হচ্ছে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
এই প্রচারের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, রাজ্যের উঠতি ফুটবলারদের প্রশিক্ষণের জন্য নতুন অ্যাকাডেমি খোলা হবে৷ শচীন বলেন, “আগামী কয়েক বছরের মধ্যেই রাজ্যবাসীর মুখে হাসি ফুটবে৷”

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement