Advertisement
Advertisement

কোহলিদের পাশে দাঁড়ালেন শচীন, তবে সমালোচনায় গাভাসকর

শচীনের মতে, একটি টেস্ট ম্যাচে হার গোটা সিরিজের ফয়সালা করতে পারে না।

sachin tendulkar said one loss does not decide the outcome of a long series.
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 26, 2017 10:48 am
  • Updated:February 26, 2017 10:48 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচেই হার। তাও আবার ৩৩৩ রানে। ফলে দেশ-বিদেশের নানা মহল থেকেই প্রবল সমালোচনা চলছে কোহলি অ্যান্ড কোং-এর। অধিনায়ক বিরাটও ম্যাচের পর স্পষ্টভাবে জানান, তাঁর দল খুব খারাপ ব্যাটিং করেছে। কিন্তু এই অবস্থায় কোহলি এবং টিম ইন্ডিয়ার পাশে দাঁড়ালেন মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকর। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন, একটি টেস্ট ম্যাচে হার গোটা সিরিজের ফয়সালা করতে পারে না।

সহপাঠীদের হাতে গণধর্ষণের শিকার দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, ধৃত ৪

শচীন বলেন, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ সবসময় কঠিন। হার-জিত খেলারই অঙ্গ। প্রথম ম্যাচে হেরে যাওয়া মানে এই নয় যে সিরিজ হেরে যাওয়া। এখনও সিরিজ যে কেউ জিততে পারে।’ এর সঙ্গে তিনি যোগ করেন, ‘এই ভারতীয় দল দুর্দান্ত প্রত্যাবর্তন করবে। ওঁদের সেই ক্ষমতা রয়েছে। আর টিম ইন্ডিয়ার এই ক্ষমতার কথা অজিদেরও অজানা নয়। কারণ আমরা যখন অস্ট্রেলিয়াকে হারাই, ওঁরাও দুর্দান্তভাবে প্রত্যাঘাত করে থাকে। তাই আমারও দৃঢ় বিশ্বাস কোহলিরা ঘুরে দাঁড়াবেই।’

Advertisement

রবিনের জোড়া গোলে ঘরের মাঠে ধরাশায়ী বেঙ্গালুরু

এদিকে, প্রাক্তন ভারতীয় ওপেনার সুনীল গাভাসকর কোনও রাখঢাক না করেই ভারতীয় ব্যাটসম্যানদের সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘চা পানের বিরতির আধঘণ্টার মধ্যেই পুরো ইনিংস শেষ হয়ে যাওয়াটা সত্যিই বিস্ময়কর। ভারতীয়রা তাঁদের ব্যাটিং নিয়ে যথেষ্ট উদাসীন ছিল। ওঁদের উইকেটে থাকার কথাটা বোঝা উচিত।’

সম্প্রীতির নজির, কাশ্মীরে শিবরাত্রি পালন করলেন মুসলিমরা

গাভাসকর আরও বলেন, ‘আমি মনে করতে পারছি না ভারত শেষ কবে আড়াই দিনে টেস্ট হেরেছে। অজি স্পিনারদের ভারতীয় ব্যাটসম্যানরা যেভাবে খেলল, সেটা আমাকে অবাক করে দিয়েছে। হয়ত এটা একটা খারাপ দিন ছিল। তবে ভারতীয়রা পাল্টা লড়াই করল না দেখেই খারাপ লাগছে। এটা ভারতের অন্যতম খারাপ হার।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement