Advertisement
Advertisement

Breaking News

এই বিষয়ে মাস্টার ব্লাস্টারের থেকে বিরাটকেই এগিয়ে রাখলেন ওয়ার্ন

কী বললেন প্রাক্তন অজি ক্রিকেটার?

Sachin Tendulkar can‘t match Virat Kohli in run chasing: Shane Warne
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 14, 2018 8:20 pm
  • Updated:March 5, 2022 12:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের খাতিরে আপাতত ভারতই সেকেন্ড হোম হয়ে উঠেছে প্রাক্তন অজি তারকা শেন ওয়ার্নের৷ আর এই টুর্নামেন্টে ভারতীয়দের পারফরম্যান্স যতই দেখছেন ততই ভালবেসে ফেলছেন৷ সবচেয়ে বেশি নজর কেড়েছে দু’টি জিনিস৷ প্রথমত, ভারতের ভাল স্পিনারদের পাশাপাশি পেস অ্যাটাকের উন্নতি৷ এবং দ্বিতীয়ত অবশ্যই দলের নেতা বিরাট কোহলি৷ ওয়ার্নের মতে, রান তাড়া করতে নেমে কোহলি যেভাবে খেলেন, তা হয়তো শচীন তেণ্ডুলকরও পারতেন না৷ অর্থাৎ রান তাড়ার ক্ষেত্রে মাস্টার ব্লাস্টারের থেকে ভারত অধিনায়ককেই এগিয়ে রাখছেন কিংবদন্তি অজি স্পিনার৷

[মুম্বইয়ের বিরুদ্ধে জিতেও শাস্তির মুখে রাহানে, গুণতে হল মোটা অঙ্কের জরিমানা]

ব্যাটসম্যান হিসেবে বিশ্ব ক্রিকেটমহল থেকে দরাজ সার্টিফিকেট পেয়েছেন কোহলি৷ এবার একই কথা শোনা গেল রাজস্থান রয়্যালসের কোচের মুখ থেকে৷ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা সব জায়গাতেই বিজয় ঝাণ্ডা উড়িয়েছে বিরাটের টিম ইন্ডিয়া৷ ওয়ার্ন তাই মনে করছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজেও দলকে দায়িত্ব নিয়ে জেতাবেন কোহলিই৷ তিনি বলেন, “ইংল্যান্ডের মাটিতে এখনও হয়তো জয়ের স্বাদ পায়নি বিরাট৷ মনে হচ্ছে এ বছর সেই ইচ্ছেও পূরণ করে ফেলবে ও৷ ইংল্যান্ডে একটা অসাধারণ সিরিজ দেখার অপেক্ষায় রয়েছি৷ গত বছর অস্ট্রেলিয়ায় দুর্দান্ত খেলেছিল বিরাট৷ এখানেও সেই ঝলকই দেখা যাবে মনে হয়৷ ওর খেলা দেখতে দারুণ লাগে৷”

Advertisement

ওয়ার্নের মতে, বিশ্বের দু’জন ব্যাটসম্যানই সব ফরম্যাটে সমান পারদর্শী৷ যাঁদের মধ্যে একজন প্রোটিয়া তারকা এ বি ডিভিলিয়ার্স৷ এবং অন্যজন অবশ্যই বিরাট কোহলি৷ শুধু তাই নয়, ওয়ার্ন বলছেন, রান তাড়া করে ম্যাচ জেতানোর ক্ষেত্রে বিরাটের জুড়ি মেলা ভার৷ অজি তারকার ব্যাখ্যায়, “ওর রানের গ্রাফ দেখলেই বোঝা যাবে ও কী মাপের ব্যাটসম্যান৷ ওয়ানডে-তে রান তাড়া করতে নেমে কতগুলো সেঞ্চুরি হাঁকিয়েছে বিরাট৷ ভাবাই যায় না যেন৷ আমার মনে হয় না, দুনিয়ায় কেউ, এমনকী শচীনও এ কাজ করতে পারতেন না। নিঃসন্দেহে শচীন ও ব্রায়ান লারা সর্বকালের সেরা ব্যাটসম্যান। তবে এ বি আর বিরাট অন্য মাপের। বিশ্বের যে কোনও ক্রিকেটারের সঙ্গে ওর তুলনা চলে৷ দুর্দান্ত ব্যাটসম্যান৷ খেলার প্রতি ওর ভালবাসা এবং এনার্জি আমায় মুগ্ধ করে৷ আমি নিশ্চিত, ১০ বছর পর বা তারও পরে ও যখন অবসর নেবে, তখন শচীনের মতোই প্রশংসা পাবে৷”

[চিকিৎসার জন্য ভারতে আসা হল না, প্রয়াত কিংবদন্তি পাক হকি তারকা মনসুর আহমেদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement