Advertisement
Advertisement

Breaking News

সেঞ্চুরি করে শচীনের কথায় লজ্জিত যুবরাজ

একদিনের ক্রিকেটে ১৪তম শতরান৷ এটাই তাঁর কাছে সেরা৷

Sachin calling me superstar is a little embarrassing, says Yuvraj Singh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 20, 2017 5:19 pm
  • Updated:September 12, 2023 6:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬ বছর পর বাইশ গজে সোনা ঝরিয়েছেন যুবরাজ সিং৷ প্রমাণ করে দিয়েছেন সবটুকু শেষ হয়ে যায়নি৷ আর বৃহস্পতিবার কটকে ছেলের এই সাফল্য নরম করে তুলেছে বাবা যোগরাজ সিংয়ের মনকেও৷ তাঁর দীর্ঘদিনের ক্ষোভের আগুনকে নিভিয়ে দিতে পেরেছে যুবি মিরাকল৷ আর তাই এত বছর পর যুবির বাবা মন থেকে ক্ষমা করে দিলেন মহেন্দ্র সিং ধোনিকে৷

(সিএবির পর এবার ঐতিহাসিক ইডেনের সঙ্গে জুড়ছে সৌরভের নাম)

ধোনির জন্য কেরিয়ারের তিনটি বছর নষ্ট হয়েছে যুবির৷ তাঁর অধিনায়ক হওয়ার পথে প্রধান কাঁটা ছিলেন ধোনিই৷ এ ধরনের অভিযোগই এতকাল করে এসেছেন প্রাক্তন ক্রিকেটার যোগরাজ৷ কিন্তু বৃহস্পতিবার ধোনি-যুবির দুরন্ত পার্টনারশিপে মুগ্ধ হয়ে পুরনো সব অভিযোগ ভুলিয়ে দিলেন তিনি৷ যোগরাজ বলেন, “আমি চেয়েছিলাম ধোনি সেঞ্চুরি করুক৷ খুব খুশি হয়েছি ওর জন্য৷ ওকে ক্ষমা করে দিলাম৷ এবং প্রার্থনা করব ধোনির অন্ধকার দিকটাকে ঈশ্বরও যেন ক্ষমা করে দেন৷” যুবি অবশ্য চিরকালই ধোনিকে শ্রদ্ধা করে এসেছে৷ এদিন তাঁর জুটি সম্পর্কে বলেন, “আমরা দলের সবথেকে সিনিয়র জুটি৷ আমাদের দায়িত্ব ছিল, প্রাথমিক বিপর্যয়ের পর দলকে ভাল জায়গায় নিয়ে যাওয়া৷ কেরিয়ারের প্রায় শুরু থেকেই ধোনির সঙ্গে খেলেছি৷ ও অসাধারণ৷ বোঝাপড়াও দুর্দান্ত৷ ব্যাপারটা উপভোগ করেছি৷”

Advertisement

(নোট বাতিল ইস্যুতে ফের সরব বীরু)

ক্যানসারকে হার মানিয়ে জাতীয় দলে ফিরেছিলেন ঠিকই৷ কিন্তু দলের নিয়মিত সদস্য হয়ে উঠতে পারেননি৷ এক সময় লড়াই করতে করতে হতাশা গ্রাস করেছিল তাঁকে৷ মনে হয়েছিল, এবার অবসরটা নিতেই হবে৷ কিন্তু একজনের বিশ্বাস যুবরাজ সিংয়ের জীবনটাই বদলে দিয়েছে৷ তিনি বিরাট কোহলি৷ বৃহস্পতিবার কটকে অবিশ্বাস্য ইনিংসের পর অধিনায়ককে ভরিয়ে দিলেন প্রশংসায়৷ বলছিলেন, “আত্মবিশ্বাস তখনই বেড়ে যায়, যখন অধিনায়ক এবং গোটা দল পাশে থাকে৷ আমার মনে হয়, বিরাট আমার প্রতি আস্থা রেখেছিল৷ হয়তো ভেবেছিল, আমি পারব৷ যা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল৷”

(ভিন্টেজ ধোনি-যুবি ঝড়ে কুপোকাত মর্গ্যানরা)

একদিনের ক্রিকেটে ১৪তম শতরান৷ এটাই তাঁর কাছে সেরা৷ যুবরাজের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স৷ কটকের দেড়শোর পর যুবরাজের লক্ষ্য ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে যাওয়া৷ যুবির অসাধারণ ইনিংসের প্রশংসা করেছেন মাস্টার ব্লাস্টার৷ পাঞ্জাব দা পুত্তরকে ‘সুপারস্টার’ বলে সম্বোধন করেছেন তিনি৷ শচীনের এমন কথা অবশ্য বেশ লজ্জিত যুবি৷ বলছেন, “ওর মুখ থেকে সুপারস্টার আখ্যা পেয়ে লজ্জাই পাচ্ছি৷ মাঝে মধ্যেই আমার সঙ্গে মজা করে৷ তবে ওর শুভেচ্ছা পেলে বেশ ভাল লাগে৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement