Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

কীভাবে বিরাটকে দ্রুত আউট করা সম্ভব? উপায় জানালেন এবি ডিভিলিয়ার্স

বড় রান পাবেন বিরাট কোহলি?

SA vs IND: How to get Virat Kohli out in Test series against South Africa? explains Ab de Villiers। Sangbad Pratidin

টেস্টে অফ স্টাম্পের বাইরে একাধিকবার আউট হয়েছেন বিরাট কোহলি। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 23, 2023 12:53 pm
  • Updated:December 23, 2023 12:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের ফাইনালে (ICC World Cup 2023) হারের হতাশা ভুলে ফের একবার ব্যাট হাতে নামার অপেক্ষায় বিরাট কোহলি (Virat Kohli)। তবে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগে, তাঁকে চাপে রাখতে চাইছেন এবি ডিভিলিয়ার্স (Ab de Villiers)। হ্যাঁ ঠিকই পড়েছেন। আইপিএলে (IPL) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (Royal Challengers Bangalore) একসঙ্গে খেলার সুবাদে বিরাট ও ডিভিলিয়ার্স অভিন্ন হৃদয় বন্ধু। তবে দেশের প্রসঙ্গ আসতেই টিম ইন্ডিয়ার (Team India) মহাতারকাকে আউট করার উপায় বাতলে দিলেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক।

টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ডিভিলিয়ার্স বলেন, “বিরাটের মতো ব্যাটারকে আউট করতে হলে আলাদা পরিকল্পনা নিতেই হবে। এমন কিছু করতে হবে যা ওর ভাবনাচিন্তার বাইরে। সেক্ষেত্রে ওকে দ্রুত আউট করার সহজ পন্থা হল একনাগাড়ে চতুর্থ স্টাম্প বজায় রেখে বোলিং করে যাওয়া। অফ স্টাম্পের বাইরে বিরাটের দুর্বলতা রয়েছে। সেটা দুনিয়ার সব বোলার জানে। এবার ওর সেই দুর্বলতাকেই কাজে লাগাতে হবে।”

Advertisement

[আরও পড়ুন: মানসিক অবসাদ! স্টোকস-ম্যাক্সওয়েলের পর সাময়িক অবসরে টিম ইন্ডিয়ার তারকা!]

এই প্রসঙ্গে অবশ্য শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) উদাহরণ টেনে এনেছেন ‘মিস্টার 360 ডিগ্রি’। তিনি ফের যোগ করেছেন, “শচীন ওর টেস্ট কেরিয়ারে একাধিকবার লেগ বিফোর হয়েছে। ভিতরে আসা ডেলিভারির লাইন মিস করার জন্য ওকে লেগ বিফোর হতে হয়েছে। তবে শচীনেরও অফ স্টাম্পের বাইরে যাওয়া বলে দুর্বলতা ছিল। সেটা অনেক সময় বিপক্ষ কাজে লাগিয়েছে। বিরাটের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই।”

১১১টি টেস্টে বিরাটের রান ৮৬৭৬। সর্বোচ্চ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ২৫৪। গড় ৪৯.২৯। সঙ্গে রয়েছে ২৯টি সেঞ্চুরি ও ২৯টি হাফ সেঞ্চুরি। এদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের ঘরের মাঠেও ব্যাট হাতে নজর কেড়েছেন বিরাট। ২০১৩ থেকে ২০২২ পর্যন্ত প্রোটিয়াদের দেশে বিরাট ৭টি টেস্ট খেলেছেন। এর ১৪ ইনিংসে তাঁর রান ৭১৯। গড় ৫১.৩৫। সর্বোচ্চ ১৫৩। সঙ্গে রয়েছে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরি। এহেন বিরাট এবার ব্যাট হাতে কেমন পারফর্ম করে সেটাই দেখার।

১৯৯২-৯৩ মরশুম থেকে এখনও পর্যন্ত, দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই দেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতা তো অনেক দূরের কথা মাত্র ৪টি ম্যাচ জিতেছে ভারত। এরমধ্যে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ২০০৬-০৭ মরশুমে প্রথমবার টেস্ট জিতেছিল টিম ইন্ডিয়া। ২০১১-১২ মরশুমে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ১-১ ফলাফলে সিরিজ শেষ করেছিল ভারত। এর পর দুবার বিরাটের অধিনায়কত্বে এসেছিল জোড়া জয়। ২০১৭-১৮ মরশুমে টেস্ট জেতার পর ২০২১-২২ সফরে ফের তাঁর নেতৃত্বে টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল দল। এবার কি ভারতীয় দল রোহিত শর্মার নেতৃত্বে ইতিহাস গড়তে পারবে? আর মাত্র কয়েক দিনের অপেক্ষা।

[আরও পড়ুন: মোদির কাছে যেতে বাধা, ফুটপাতে পদ্মশ্রী রেখে এলেন বজরং, সরব প্রিয়াঙ্কা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement