Advertisement
Advertisement

Breaking News

IND vs SA

কাঁধে চোট পেয়ে রোহিতের চাপ বাড়ালেন দলের পেসার! প্রোটিয়াদের বিরুদ্ধে খেলতে পারবেন?

টেস্ট সিরিজে সমতা ফেরাতে পারবে টিম ইন্ডিয়া?

SA v IND: Shardul Thakur gets hit on shoulder during optional training session, suffers injury scare। Sangbad Pratidin

রোহিত শর্মা। ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 30, 2023 4:33 pm
  • Updated:December 30, 2023 4:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্সিং ডে টেস্টে (Boxing Day Test) লজ্জার হার হজম করে এমনিতেই ব্যাকফুটে চলে গিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। এর মধ্যে অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) চাপ আরও বেড়ে গেল। কারণ শনিবার, ৩০ ডিসেম্বর সেঞ্চুরিয়ানে অনুশীলন করার সময় কাঁধে বড়সড় চোট পেলেন শার্দূল ঠাকুর (Shardul Thakur)। তাঁর কাঁধের অবস্থা এতটাই খারাপ যে তিনি আর মাঠে নামতে পারেননি। শোনা যাচ্ছে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে দ্বিতীয় তথা শেষ টেস্টে তাঁর খেলার সম্ভাবনা খুবই কম। সোশাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করে এমনটাই দাবি করেছে সংবাদসংস্থা পিটিআই। আগামী ৩ জানুয়ারি থেকে কেপটাউনে শুরু হবে এই টেস্ট।

এদিন সেঞ্চুরিয়ানে অপশনাল অনুশীলনে ব্যস্ত ছিল ভারতীয় দলের কয়েক জন ক্রিকেটার। প্রথমে নেটে বোলিং সেরে নেওয়ার পর, নেটে ব্যাটিং করছিলেন শার্দূল। সেই সময় তাঁকে থ্রো ডাউন দিচ্ছিলেন ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর (Vikram Rathour)। পিটিআই-এর দাবি, ব্যাটিং করার সময় একটি বল শার্দূলের কাঁধে লাগে। যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এখনও পর্যন্ত স্ক্যান না করা হলেও, প্রত্যক্ষদর্শীদের দাবি শার্দূলের চোট নাকি বেশ গুরুতর। কারণ অনুশীলনের পিচে বাড়তি বাউন্স থাকার জন্যই নাকি শার্দূল চোট পেয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: ক্রাইস্ট দ্য রিডিমারের গায়ে পেলের ১০ নম্বর জার্সি, ফুটবল সম্রাটের মৃত্যুবার্ষিকীতে অভিনব শ্রদ্ধার্ঘ্য]

Shardul Thakur
কাঁধে চোট। ভারতের চাপ বাড়ালেন শার্দূল ঠাকুর। ছবি: এক্স হ্যান্ডেল

 

সেঞ্চুরিয়ান টেস্টে শার্দূলের পারফরম্যান্স এমনিতেই আহামরি ছিল না। ১৯ ওভারে ১০১ রানে নিয়েছিলেন ১ উইকেট। জশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ দারুণ লাইন লেন্থ বজায় রেখে বোলিং করলেও, প্রোটিয়া ব্যাটারদের উপর চাপ বজায় রাখতে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন শার্দূল, রবিচন্দ্রন অশ্বিন ও প্রসিদ্ধ কৃষ্ণা। বিপক্ষের বিরুদ্ধে এক ইনিংস ও ৩২ রানে হারের সেটাও কিন্তু অন্যতম কারণ।

চোটের জন্য চলটি সিরিজে খেলছেন না মহম্মদ শামি। রবীন্দ্র জাদেজা ‘আপার ব্যাক স্প্যাজম’-এর চোট সারিয়ে অনুশীলন করা শুরু করেছেন। শার্দূল ফর্মের ধারেকাছে নেই। এদিকে আবার চোট পেয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন ও প্রসিদ্ধ কৃষ্ণাকেও ছন্দে দেখা যাচ্ছে না। এমন প্রেক্ষাপটে দ্বিতীয় টেস্টে ভারতের বোলিং লাইনআপ কেমন পারফরম্যান্স করে সেটাই দেখার।

[আরও পড়ুন: ৭৪ বছরে চিরঘুমে গাভাসকর-অমরনাথদের চাপে রাখা স্পিনার দীপঙ্কর সরকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement