রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৮৩/৩ (বিরাট কোহলি ১১৩, ডুপ্লেসি ৪৪)
রাজস্থান রয়্যালস: ১৮৯/৪ (জস বাটলার ১০০, সঞ্জু স্যামসন: ৬৯)
৬ উইকেটে জয়ী রাজস্থান।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃথা গেল বিরাট কোহলির সেঞ্চুরি, ঘরের মাঠে ব্যাটিং দাপটে জয় ছিনিয়ে নিল রাজস্থান। সেঞ্চুরির পাল্টা সেঞ্চুরিতে ঐতিহসিক রাতের সাক্ষী থাকল জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়াম। জস বাটলারের অপরাজিত শতরান, সঞ্জু স্যামসনের অধিনায়কচিত ৬৯ রানের জেরে মরসুমের চতুর্থ হারের মুখ দেখল বেঙ্গালুরু। ৬ উইকেটে জয়ী হল রাজস্থান। ৫৮ বলে ১০০ রান করলেন বাটলার। চারটি ছয়, নয়টি চারে সাজানো ঝকঝকে ইনিংস। শুরুতেই শূন্য রানে যশস্বী জয়সওয়াল ফিরে গেলেও প্রভাব পড়েনি বাটলার ও সঞ্জুর দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে।
ঘরের মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। যদিও সমস্ত হিসেব তছনছ হয়ে যায়। সৌজন্যে কিং কোহলি। প্রকৃতই রাজার মতো ব্যাট করেন বিরাট। ধ্রুপদী ক্রিকেটীয় শট খেলেই অপরাজিত শতরান করেন (৭২ বলে ১১৩ রান)। ঝকঝকে ইনিংসে ছিল ৪টি ওভার বাউন্ডারি, বারোটি বাউন্ডারি। স্ট্রাইক রেট ১৫৬.৯৪। বিরাট দাপটেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৩ উইকেটে ১৮৩ রান তুলেছিল। এদিন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচন সংক্রান্ত বিতর্কেরও জবাব দিল কোহলির ব্যাট!
এদিনের ইনিংসের ফলে আইপিএলে প্রথম ব্যাটার হিসাবে ৭৫০০ রানের মাইলফলক স্পর্শ করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। দ্বিতীয় সন্তানের জন্মের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ না খেলা, আইপিএলের আগে অনুশীলন থেকে সরে থাকা নিয়ে বিতর্ক হয়েছিল। প্রশ্ন উঠছিল, বিরাটের জীবনে ক্রিকেট কি গৌন হয়ে গেল? এদিন যাবতীয় প্রশ্নের উত্তর দিল কিংবদন্তির চওড়া ব্যাট। আগ্রাসী বিরাটের সামনে অতি সাধারণ লাগছিল রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্টের মতো বোলারদেরও। কোহলিকে মানানসই সঙ্গ দেন বেঙ্গালুরু অধিনায়ক ডুপ্লেসিও। ৩৩ বলে ৪৪ রান করলেন তিনি। সব মিলিয়ে ৩ উইকেটে ১৮৩ তোলে বেঙ্গালুরু।
রাজস্থানের ইনিংসের শুরুতে শূন্য রানে ফিরে যান যশস্বী। কিন্তু ওই অবধি। এর পরই বাটলার আর স্যামসনের দুরন্ত ব্যাটিং প্রদর্শনী। দুজনেই ছিলেন আক্রমণাত্বক মেজাজে। রিস টোপলে, মহম্মদ সিরাজ এবং যশ দয়াল উইকেট পেলেও রাজস্থানের রানের গতি রোখা যায়নি। পিঙ্ক জার্সির সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে ৫৮ বলে ১০০ রানের নায়কচিত ইনিংস খেলেন বাটলার। অপারজিত থেকে ম্যাচ জিতিয়ে ফেরেন ড্রেসিংরুমে। অন্যদিকে দায়িত্ববান ৬৯ রান করেন অধিনায়ক সঞ্জু। ১৯ ওভার ১ বলেই লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান রয়্যালস। চলতি আইপিএল চতুর্থ জয় পেয়ে তারা পৌঁছে গেল লিগ টেবিলের শীর্ষে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.