সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোচ হিসেবে ওড়িশা এফসি-র (Odisha FC) দায়িত্ব নিয়েছেন সের্জিও লোবেরা। শক্তিশালী দল গঠন করছেন তিনি। মুম্বই সিটি থেকে ওড়িশায় সই করেছেন মোর্তাদা ফল, আহমেদ জাহু। আগামী আইএসএলে লোবেরার দলের হয়ে খেলবেন ফিজিয়ান তারকা রয় কৃষ্ণ (Roy Krishna)।
চার মরশুম আইএসএল খেলছেন ফিজির এই তারকা ফুটবলার। শুরু থেকেই গোল করায় দক্ষতা দেখাচ্ছেন তিনি। গত মরশুমে খেলেছিলেন বেঙ্গালুরু এফসি-র হয়ে। এবার ওড়িশায় কৃষ্ণ জুটি বাঁধবেন দিয়েগো মরিসিওর সঙ্গে।
আইএসএলে ৮২টি ম্যাচে ৪২টি গোল করে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা কৃষ্ণ। তাঁর নামের পাশে লেখা ২৩টি অ্যাসিস্ট। উল্লেখ্য, বেঙ্গালুরুর হয়ে ডুরান্ড কাপ জেতেন রয় কৃষ্ণ। আইএসএল ফাইনালে মোহনবাগানের কাছে হেরে রানার্স হয়েছিল বেঙ্গালুরু।
Hear from the man himself
*still pinching ourselves*#OdishaFC #AmaTeamAmaGame #KalingaWarriors #RoyOfTheWarriors pic.twitter.com/Ch6xxHJMUd
— Odisha FC (@OdishaFC) July 17, 2023
কৃষ্ণর যোগদান শক্তি বাড়াবে ওড়িশার বলেই মনে করছেন সবাই। কৃষ্ণ দলে আসায় জেতার মানসিকতা বাড়াবে সতীর্থদের মধ্যে। অনেকেই মনে করছেন, ওড়িশার মনোবল বাড়বে আগের থেকেও। জেতার স্পৃহা বাড়বে দলের। অন্য দলের সঙ্গে পার্থক্য গড়ে দিতে পারেন কৃষ্ণ একাই। কোচ লোবেরা বলেছেন, ”আইএসএলের সেরা দুই স্ট্রাইকারকে পেয়েছি আমি। রয় আমাদের সাহায্য করবে। রয় কৃষ্ণর মতো ফুটবলারকে আমি সবসময়ে শ্রদ্ধা করি। ওর বিরুদ্ধে খেলতে গিয়ে আমাকে সমস্যায় পড়তে হয়েছে। এবার ও আমার দলে।” গুরু-শিষ্যের যুগলবন্দি দেখার অপেক্ষায় সবাই।
The boss has spoken on our explosive addition in attack #OdishaFC #AmaTeamAmaGame #KalingaWarriors #RoyOfTheWarriors pic.twitter.com/43o8BWmgjf
— Odisha FC (@OdishaFC) July 18, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.