সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও আগ্রাসী ক্রিকেট খেলুক ভারতীয় দল। আসন্ন বিশ্বকাপের আগে ভারতের বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব (Kapil Dev) এমনটাই চাইছেন। ইংল্যান্ড যে ধরনের ক্রিকেট এখন খেলছে, কপিল সেই ব্র্যান্ডের ক্রিকেটে মজেছেন। কপিল বলছেন, ”বাজবল দুর্দান্ত। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজ অন্যতম সেরা। আমার মতে, ক্রিকেট এভাবেই খেলা উচিত। রোহিত শর্মা (Rohit Sharma) বেশ ভাল। তবে ওকে আরও বেশি আগ্রাসী হতে হবে।”
কিংবদন্তি অলরাউন্ডার মনে করেন, টেস্ট ক্রিকেটে ফলাফল পেতে হলে এমন ধরনের আক্রমণাত্মক ক্রিকেটই জরুরি। কপিল বলেছেন, ”ইংল্যান্ড কীভাবে খেলছে, সেটাই অনুসরণ করা উচিত। শুধুমাত্র আমরা নই। সবারই ফলো করা দরকার। সমস্ত ক্রিকেট খেলিয়ে দেশেরই এভাবেই চিন্তাভাবনা করা দরকার। ড্রয়ের জন্য খেলা উচিত নয়, ম্যাচ জেতাই প্রাধান্য পাওয়া উচিত।”
অ্যাশেজে একসময়ে ইংল্যান্ড ব্যাকফুটে চলে গিয়েছিল। অস্ট্রেলিয়া এগিয়েছিল ২-০-তে। পিছিয়ে থাকলেও হার মানতে চায়নি ইংল্যান্ড। অদম্য জেদ তাদের। সিরিজে সমতা ফিরিয়ে আনে ইংল্যান্ড।
কপিল চান ভারতও সেরকমই আগ্রাসী মনোভাব নিয়ে খেলুক। জেতার ইচ্ছা জ্বলতে থাকুক মনে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.