Advertisement
Advertisement

Breaking News

পাঁচ কোটিতে নয়া প্রাপ্তি রোহিতের

ডিসকভারি প্রজেক্টের বাংলোটি সাড়ে সাত হাজার বর্গফুট জায়গা নিয়ে তৈরি হয়েছে৷ লন ও সুইমিং পুল নিয়ে মোট ১০ হাজার বর্গফুট এলাকা৷ অন্য একটি সূত্র আবার জানিয়েছে, বাংলোটি এখনও সম্পর্ণ তৈরি হয়নি৷ কাজ চলছে৷

Rohit Sharma Purchases Villa in Khandala Project For Rs 5 cr
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 18, 2016 6:31 pm
  • Updated:July 11, 2018 2:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীয়ের আবদার না কি নিজের শখপূরণ? তা এখনও জানা যায়নি৷ তবে কারণ যাই হোক, পাঁচ কোটি টাকার বাংলোটা কিনেই ফেললেন রোহিত শর্মা৷
আইপিএল নিয়ে এখন দারুণ ব্যস্ত মুম্বই ইন্ডিয়ান্সের নেতা৷ তাই এবিষয়ে তাঁর কোনও মন্তব্য এখনও পাওয়া যায়নি৷ তবে জানা গিয়েছে, খান্ডালায় সুনীল শেঠীর কোম্পানির প্রজেক্টের একটি বাংলো কিনেছেন ভারতীয় ক্রিকেটার৷ বাংলোটি কেমন এবার জেনে নেওয়া যাক৷

banglow
ডিসকভারি প্রজেক্টের বাংলোটি সাড়ে সাত হাজার বর্গফুট জায়গা নিয়ে তৈরি হয়েছে৷ লন ও সুইমিং পুল নিয়ে মোট ১০ হাজার বর্গফুট এলাকা৷ অন্য একটি সূত্র আবার জানিয়েছে, বাংলোটি এখনও সম্পর্ণ তৈরি হয়নি৷ কাজ চলছে৷ প্রথমে এটির দাম রাখা হয়েছিল ৮ কোটি টাকা৷ পরে ৫ কোটি টাকাতেই বাংলোটি পেয়ে যান রোহিত৷ ডিসকভারি প্রজেক্টে মোট ২১ টি বাংলো রয়েছে৷
গত বছর আগস্ট মাসেই শোনা গিয়েছিল, মুম্বইয়ের আহুজা টাওয়ারের ২৯ তলায় একটি ফ্ল্যাট কিনেছেন রোহিত৷ যার দাম নাকি ৩০ কোটি টাকা৷ এবার ৫ কোটি টাকার বাংলোকেনার খবর প্রকাশ্যে এল৷ বাইশ গজের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বড় রানের, থুড়ি দামের ইনিংস খেলে যাচ্ছেন তিনি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement