Advertisement
Advertisement

Breaking News

Rohit Sharma

বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছেন রোহিত, অতীতের ইতিবাচক মনোভাবেই জোর

চার বছর আগের বিশ্বকাপ থেকে শিক্ষা নিচ্ছেন হিটম্যান।

Rohit Sharma on preparations for 2023 World Cup । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:August 28, 2023 7:16 pm
  • Updated:August 28, 2023 7:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার বছর আগের বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা। চার বছর বাদে আরেক বিশ্বকাপে তিনিই দলের অধিনায়ক।
দেশের মাটিতে হচ্ছে এবারের বিশ্বকাপ। রোহিত কিন্তু মানসিক প্রস্তুতির জন্য বেছে নিচ্ছেন চার বছর আগের বিশ্বকাপকেই।

সেবার রোহিত শর্মা ছিলেন সুপার ডুপার হিট। ব্যাট হাতে যা ধরেছেন তাতেই সোনা ফলিয়েছেন। তবে এবারের বিশ্বকাপের আগে রয়েছে এশিয়া কাপ। ২০২৩ বিশ্বকাপের ড্রেস রিহার্সাল বলা যায় এশিয়া কাপকে। রোহিত সংবাদ সংস্থা পিটিআই-কে এক সাক্ষাৎকারে বলেছেন, ”আমি নিজেকে কীভাবে শান্ত রাখব সেটাই গুরুত্বপূর্ণ। বাইরের ব্যাপার স্যাপার নিয়ে মাথা ঘামাতে চাই না। আমি সব দরজা বন্ধ করতে চাই। ২০১৯ বিশ্বকাপের ঠিক আগে যেমন মানসিকতা ছিল, সেই মানসিকতা নিয়েই খেলতে নামতে চাই।” 

Advertisement

[আরও পড়ুন: লজ্জার নজির! রেড কার্ড দেখে প্রথম ক্রিকেটার হিসেবে ‘মার্চিং অর্ডার’-এর শিকার সুনীল নারিন]

এবারের টুর্নামেন্টে নামার আগে নস্ট্যালজিক হয়ে পড়ছেন রোহিত। ফিরে যাচ্ছেন চার বছর আগের বিশ্বকাপে। ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের স্মৃতিতে ডুব দিচ্ছেন তিনি। রোহিত বলছেন, ”মানসিকতার দিক থেকে সেবার দারুণ জায়গায় ছিলাম আমি। বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি করেছিলাম। মানসিকতার দিক থেকে বেশ ভাল জায়গায় ছিলাম। সেটাই আবার ফিরিয়ে আনতে চাই। ২০১৯ বিশ্বকাপের সময়ে ঠিক কী কী করেছিলাম, তা মনে করার চেষ্টা করছি। ব্যক্তিগত ভাবে চার বছর আগের স্মৃতি রোমন্থন করে নিজেকে তৈরি করতে চাই।”

[আরও পড়ুন: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে খালি হাতে ফিরলেও অলিম্পিকে যাচ্ছেন পারুল]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement