Advertisement
Advertisement
Rohit Sharma

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি, টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথম দশে রোহিত, যশস্বীর যশলাভ

কত নম্বরে বিরাট কোহলি?

Rohit Sharma moved into the 10th spot in the new rankings । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:July 19, 2023 7:02 pm
  • Updated:July 19, 2023 8:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি র‌্যাঙ্কিংয়ে (ICC Ranking) প্রথম দশে ঢুকে পড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে শতরান করেন হিটম্যান। উল্লেখ্য, রোহিত ১০৩ রান করেছিলেন। আর সেই শতরানের জন্যই প্রথম দশে ভারত অধিনায়ক। অভিষেক টেস্টে যশস্বী জয়সওয়াল ১৭১ রানের দুরন্ত ইনিংস খেলেন।

বিদেশের মাঠে গিয়ে কোনও ভারতীয় ওপেনার যশস্বীর আগে দেড়শোর বেশি রান করেননি। প্লেয়ার অফ দ্য ম্যাচ হন যশস্বী। আইসিসি র‌্যাঙ্কিংয়ে ৭৩-তম স্থান তাঁর। চোট পাওয়ার পরে ঋষভ পন্থ এই প্রথম বার প্রথম দশের বাইরে চলে গেলেন। পন্থ এখন ১১ নম্বরে। বিরাট কোহলি ১৪ নম্বরে।

Advertisement

[আরও পড়ুন: ট্রায়াল ছাড়াই এশিয়াডে বজরং-ভিনেশ, ক্ষোভে ফুঁসছেন উঠতি কুস্তিগিররা]

 

টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে নিউজিল্যান্ডের তারকা কেন উইলিয়ামসন। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম তৃতীয় স্থানে। দ্বিতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে ট্রেভিস হেড, স্টিভ স্মিথ এবং মারনাস লাবুশেন। ছ’ নম্বরে জো রুট। সপ্তম এবং অষ্টম স্থানে উসমান খোয়াজা এবং ডারিল মিচেল। ন’ নম্বরে শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে।

টেস্ট বোলারদের শীর্ষে রবিচন্দ্রন অশ্বিন। দু’ নম্বরে প্যাট কামিন্স। সপ্তম স্থানে রবীন্দ্র জাদেজা। টেস্ট বোলারদের মধ্যে জশপ্রীত বুমরাহ এখনও দশ নম্বরে।

 

[আরও পড়ুন: মোদি-ম্যাক্রোঁর নৈশভোজে উপস্থিত বুমোস, উচ্ছ্বসিত মোহনবাগান তারকা]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement