Advertisement
Advertisement

Breaking News

Rohit Sharma Viv Richards

‘রোহিত হল সেই ধরনের খেলোয়াড়…’ ‘হিটম্যান’কে নিয়ে কী বললেন কিং রিচার্ডস?

বিশ্বকাপে বড় পরীক্ষা রোহিতের।

Rohit Sharma is a magnificent players says Viv Richards । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:August 25, 2023 3:48 pm
  • Updated:August 25, 2023 3:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মার (Rohit Sharma) সামনে বড় পরীক্ষা। প্রথমে এশিয়া কাপ। তার পরে বিশ্বকাপ। এই দুই টুর্নামেন্টের উপরে নির্ভর করে রয়েছে রোহিতের ভবিষ্যৎ। হিটম্যানের নেতৃত্বে ভারতীয় দল ২০২২ সালের এশিয়া কাপে ব্যর্থ হয়েছিল। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল ভারতকে। ঘরের মাঠে হতে চলা বিশ্বকাপ জিততে পারলে রোহিতের আগের ব্যর্থতা সবাই ভুলে যাবেন।

রোহিতকে নিয়ে উচ্ছ্বসিত স্যর ভিভ। ভারত অধিনায়কের প্রশংসা করেছেন তিনি। হিটম্যানের দক্ষতা নিয়ে কারও মনে কোনও প্রশ্নই নেই। ভিভিয়ান রিচার্ডসের (Viv Richards) মধ্যেও নেই। ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি বলেছেন, ”রোহিত শর্মা দুর্দান্ত একজন ক্রিকেটার। আমি ওকে খুব পছন্দ করি। দারুণ দক্ষতাসম্পন্ন এক ক্রিকেটার রোহিত শর্মা। আমি সব সময়ে সেই সব ক্রিকেটারদের পছন্দ করি যারা মাঠে নেমে নিজেদের প্রকাশ করে।” 

Advertisement

[আরও পড়ুন: মেগা ইভেন্টে রোহিতের সঙ্গে জুটি কতটা জমবে? জবাব দিলেন শুভমান]

রোহিতের পাশাপাশি বিরাট কোহলিরও প্রশংসা করেছেন স্যর ভিভ। তিনি জানিয়েছেন, চারিত্রগত দিক, দৃঢ়তা, মেজাজের দিক থেকে রিচার্ডসের সঙ্গে কোহলির মিল রয়েছে। যে ক্রিকেটার প্যাশন নিয়ে খেলে, রিচার্ডস তাঁকে পছন্দ করেন।

[আরও পড়ুন: চুমু কাণ্ডের জের, স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পদ খোয়াতে চলেছেন রুবিয়ালেস]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement