Advertisement
Advertisement
Robert Lewandowski

শান্তির পক্ষে ক্রীড়াদুনিয়া! রাশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে নারাজ লেওয়নডস্কির পোল্যান্ড

এটাই প্রতিবাদ করার সঠিক পদ্ধতি, বলছেন বিশ্বসেরা স্ট্রাইকার লেওয়ানডস্কি।

Robert Lewandowski supports Poland FA decision to not play WC qualifier | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:February 26, 2022 7:07 pm
  • Updated:February 26, 2022 7:07 pm  

স্টাফ রিপোর্টার: ইউক্রেনে অযাচিতভাবে আক্রমণের প্রতিবাদে রাশিয়ার বিরুদ্ধে খেলবে না বলে জানিয়ে দিল পোল্যান্ড। ২৪ মার্চ রাশিয়ানদের সঙ্গে পোলিশদের বিশ্বকাপের প্লে-অফ খেলার কথা ছিল। কিন্তু রাশিয়ার এহেন আক্রমণকে মেনে নেওয়া সম্ভব নয় বলেই তার প্রতিবাদে খেলা থেকে সরে দাঁড়িয়েছে পোল্যান্ড (Poland)। 

পোলিশ ফুটবল ফেডারেশনের সভাপতি একথা জানিয়ে বলেছেন, “এটাই হল প্রতিবাদ জানানোর সঠিক পদ্ধতি। ইউক্রেনে রাশিয়ানদের আগ্রাসন নীতিকে একদম মেনে নেওয়া সম্ভব নয়। তাই পোল্যান্ড ঠিক করেছে কোনওভাবে রাশিয়ার সঙ্গে বিশ্বকাপের প্লে-অফ ম্যাচ খেলবে না।” ফেডারেশন সভাপতি সেজারি কুলেজ এক বিবৃতিতে একথা জানিয়েছেন। ফেডারেশনের সভাপতির এই বিবৃতিকে সমর্থন করেছেন পোল্যান্ডের অধিনায়ক তথা বায়ার্ন তারকা রবার্ট লেওয়নডস্কিও (Robert Lewandoski)। তিনি বলছেন,”এটাই সঠিক সিদ্ধান্ত। আমি রাশিয়ার জাতীয় দলের বিরুদ্ধে খেলার কথা এই সময় ভাবতেই পারছি না। জানি রাশিয়ার ফুটবলার বা সমর্থকরা এজন্য দায়ী নয়। কিন্তু কিছু হচ্ছে না ভেবে বসে থাকার সময় এটা নয়।”

Advertisement

[আরও পড়ুন: সৌরভের বিরুদ্ধে মুখ খোলার জের, ঋদ্ধিমান সাহাকে জিজ্ঞাসাবাদ করতে পারে বিসিসিআই]

বস্তুত, ইউক্রেনে আক্রমণ করার পর গোটা ক্রীড়াবিশ্বই একপ্রকার বয়কট করেছে রাশিয়াকে। নিজেদের দেশের ক্রীড়াবিদদের কাছেও নিন্দিত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। রাশিয়ার কিংবদন্তি দাবাড়ু কাসপারভ বলছেন, যাঁরা রাশিয়ান প্রেসিডেন্টকে সমর্থন করছেন, তাঁরা নিশ্চয়ই এখন লজ্জা পাচ্ছেন পুতিনের (Ukraine-Russia Conflict) আসল চেহারা দেখে। তিনি আরও বলেছেন, ২০১৪ সালে ইউক্রেন আক্রমণ করার পর থেকে রাশিয়া যত ডলার রোজগার করেছে, যত ইউরো রোজগার করেছে, সব করেছে দুর্নীতিকে হাতিয়ার করে। ইউক্রেনের উপর হামলার নিন্দা করেছেন রাশিয়েন টেনিস তারকা ডানিয়েল মেদভেদেভও। তিনি সকলকে শান্তির বার্তা দিয়ে, ইউক্রেনের উপর হামলার নিন্দা করেছেন।

[আরও পড়ুন: রাশিয়ার ইউক্রেন ‘হামলা’কে নিন্দা কিংবদন্তি রুশ দাবাড়ুর, যুদ্ধ থামানোর আরজি ফুটবলারদেরও]

সংঘাতের জেরে ইতিমধ্যেই মস্কো থেকে সরে গেল চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) ফাইনাল। আগামী ২৮ মে যে ফাইনাল মস্কোয় হওয়ার কথা ছিল। তা এবার হবে প্যারিসে। এর মধ্যে পোল্যান্ড আবার ফিফাকে চিঠি দিয়ে বিশ্বকাপের বাছাই পর্ব না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিল। এর ফলে ফিফার ক্যালেন্ডার ওলটপালট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement