ইতালি: ০
আয়ারল্যান্ড প্রজাতন্ত্র: ১ (ব্রাডি)
প্রসূন বন্দ্যোপাধ্যায়: ইতালি দলটার স্টাইল এমনই৷ প্রতিবারই ওরা গুটি গুটি পায়ে এগিয়ে যায়৷ তেমন একটা আলোচনা হয় না ওদের নিয়ে৷ কিন্তু বিশ্বকাপ থেকে শুরু করে ইউরো কাপ, প্রতিটি মঞ্চেই ইতালি কিন্তু বড় নাম৷ উপেক্ষা করা যাবে না৷
আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের বিরুদ্ধে এই ম্যাচটা কোন্তের দলের কাছে কার্যত ছিল নিয়মরক্ষার৷ নক-আউট পর্বে বুঁফোরা স্পেনের মুখোমুখি হবে৷ ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে ইতালির কোচ কোনওরকম ঝুঁকি নিতে চাননি৷ চোট-আঘাত যাতে নতুন করে সমস্যা না বাড়ায়, সেদিকেই নজর ছিল কোন্তের৷ তাই এদিন দলে একগাদা পরিবর্তন করলেন৷ এটাই কাম্য ছিল৷ অকারণ ঝুঁকি নিতে যাবেনই বা কেন! বুঁফো, চেলিনি, ডি’রোসির মতো একাধিক প্রথম দলের ফুটবলারকে বিশ্রাম দিলেন কোচ৷ বলা ভাল, পরের গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য দলের প্রথম সারির ফুটবলারদের তৈরি হওয়ার জায়গা দিলেন তিনি৷ কারণ, তিনি ছ’পয়েন্ট পেয়ে বসে রয়েছেন৷ কিন্তু তাই বলে এই ম্যাচটা হারবে, এটা আশা করা যায়নি৷ আয়ারল্যান্ড ওদের দুরমুশ করে গেল৷ দারুণ লড়াই করল আয়ারল্যান্ডের ফুটবলাররা৷
ইংল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ডের মতো দলগুলির থেকে এবার এত ভাল খেলা দেখতে পাব, আগে ভাবিনি৷ উইং সচল রেখে লম্বা লম্বা পাস বাড়িয়ে সেই যেন পুরনো ইংলিশ ফুটবল ফিরে এসেছে আবার৷ সব থেকে বড় কথা, এই দলগুলো কিন্তু গোটা সময়টাতে নিজেদের মাঝমাঠ সচল রাখছে৷ ফলে অ্যাটাক হচ্ছে প্রচুর৷ তা ছাড়া ফ্রান্সের পরিবেশ, আবহাওয়া, মাঠের ধরনের সঙ্গে ওদের মানিয়ে নিতে খুব একটা অসুবিধা হচ্ছে না৷ এই দলগুলোর এবার এত ভাল খেলার পিছনে এটাও কিন্তু একটা বড় কারণ৷
ইতালি দলটার নাম উঠলে প্রথমেই যে ব্যাপারটির কথা মনে আসবে তা হল রক্ষণ৷ ঘর সামলে আক্রমণে যাওয়াই ওদের পুরনো রীতি৷ এই স্টাইল ওরা যুগের পর যুগ ধরে রেখেছে৷ ফানেল ডিফেন্সের মতো৷ ফলে অনেক সময় ওরা গোল লাইন সেভও দিয়ে দিচ্ছে৷ কিন্তু প্রতি আক্রমণ কিছুতেই যেন দানা বাঁধছে না৷ পরের ম্যাচে স্পেনের বিরুদ্ধে একই ভুল করলে বিপদ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.