Advertisement
Advertisement

টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকিয়ে নয়া রেকর্ড গড়লেন ঋষভ

২০ বছর বয়সেই একগুচ্ছ রেকর্ডের মালিক ঋষভ।

Rishabh Pant scores the second fastest ton in t20 history
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 14, 2018 11:12 am
  • Updated:January 14, 2018 11:12 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহখানেক আগেই নেতা হিসেবে রনজি ট্রফিতে দলকে ফাইনালে পৌঁছে দিয়েছিলেন। তা সত্ত্বেও চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দিল্লির উইকেটকিপার ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই কারণেই হয়তো নিজেকে প্রমাণ করার তাগিদটা বেড়ে গিয়েছিল। যার প্রতিফলন ঘটল রবিবার। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি হাঁকালেন তিনি। হিমাচলের বিরুদ্ধে এদিন মাত্র ৩২ বল খেলেই শতরান করেন ঋষভ।

[কেন বাদ ভুবি-ঋদ্ধি? কিংবদন্তিদের তীব্র সমালোচনার মুখে বিরাট]

দিল্লির উইকেটকিপারের দুর্দান্তে ব্যাটিংয়ের সৌজন্যেই হারল হিমাচল প্রদেশ। এদিন উত্তরাঞ্চল টি-টোয়েন্টি লিগে ৩৮ বলে ১১৬ রানে অপরাজিত থাকেন ঋষভ। কুড়ি-বিশের ফরম্যাটে সবচেয়ে কম বল খেলে সেঞ্চুরির করার রেকর্ড এখনও ধরে রেখেছেন ক্রিস গেইলই। ২০১৩ সালে আইপিএল-এ পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে মাত্র ৩০ বলেই তিন অঙ্কের রান ছুঁয়েছিলেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান। সেই তালিকায় দ্বিতীয়তে এবার নাম উঠে এল ঋষভের। ১২টি ছয় ও আটটি চার দিয়ে সাজানো ছিল তাঁর অনবদ্য শতরানের ইনিংস। হিমাচলের বিরুদ্ধে জয়ের লক্ষ্য ছিল ১৪৪ রান। গৌতম গম্ভীরের সঙ্গে জুটি বেঁধে মাত্র ১১.৪ ওভারেই এদিন জয় পকেটে পোরে দিল্লি। শুধু ব্যাট হাতেই নয়, এদিন উইকেটের পিছনে দাঁড়িয়েও চারটি ক্যাচ ধরেন পন্থ।

Advertisement

[পৃথ্বীর চওড়া ব্যাটে অজি বধ, যুব বিশ্বকাপে দুর্দান্ত শুরু ভারতের]

তবে ২০ বছরের ঋষভ পন্থ ইতিমধ্যেই একগুচ্ছ রেকর্ড ঝুলিতে ভরেছেন। এর আগে ২০১৬-১৭ রনজি মরশুমে প্রথম শ্রেণির ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়ে শিরোনামে উঠে এসেছিলেন। ঝাড়খণ্ডের বিরুদ্ধে ৪৮ বলে শতরান করেছিলেন তিনি। পিছনে ফেলে দিয়েছিলেন ৫৬ বলে শতরান করা প্রাক্তন তামিলনাড়ু ওপেনার ভিবি চন্দ্রশেখরের রেকর্ড। একই মরশুমে মহারাষ্ট্রের বিরুদ্ধে ৩২৬ বলে ৩০৮ রান করে প্রথম শ্রেণির ক্রিকেটে কনিষ্ঠ উইকেটকিপার হিসেবে ট্রিপল সেঞ্চুরির নজির গড়েন। এছাড়া এর আগে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ১৮ বলে দ্রুততম অর্ধশতরানের ইতিহাসও গড়েন ঋষভ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement