Advertisement
Advertisement

Breaking News

রিওতে সোনা জয়ের হ্যাটট্রিক ‘জলদানব’ ফেল্পসের

কিংবদন্তি সাঁতারুর বয়স এখন ৩১৷ তাতে কী? বয়সটা তো সংখ্যা মাত্র৷

Rio Olympics: Michael Phelps won 21st gold
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 10, 2016 2:22 pm
  • Updated:August 10, 2016 2:22 pm  

দীপক পাত্র, রিও ডি জেনেইরো: অপ্রতিরোধ্য, অজেয়, অদম্য৷ এসব বিশেষণের পাশে একটাই নাম বসছে৷ মাইকেল ফেল্পস৷ সোনা জেতাটা যেন তাঁর বাঁয়ে হাত কা খেল৷ এক থেকে দশ৷ দশ থেকে কুড়ি৷ তারপর একুশ৷ থামার কোনও লক্ষণই নেই৷ একাই ২১টি সোনা৷

মঙ্গলবার রিও-র মঞ্চে নিজেকে আরও একবার প্রমাণ করে দিলেন মার্কিন সাঁতারু৷ ৭০ মিনিটের ব্যবধানে জোড়া সোনা ঝুলিতে ভরে ইতিহাস তৈরি করলেন তিনি৷ ওলিম্পিকে তিনি এখন ২১টি সোনার মালিক৷

Advertisement

কিংবদন্তি সাঁতারুর বয়স এখন ৩১৷ তাতে কী? বয়সটা তো সংখ্যা মাত্র৷ অন্যরা যা করে দেখাতে পারেননি, তা করে ক্রীড়াদুনিয়াকে চমকে দিলেন ফেল্পস৷ ধারাবাহিকতার অনন্য নজির গড়েছেন তিনি৷ লন্ডন ওলিম্পিকে থেমেছিলেন ১৮টি স্বর্ণপদকে৷ রিও ওলিম্পিকে নেমে হ্যাটট্রিক করলেন৷ ৪x২০০ মিটার রিলে ইভেন্ট জয়ের এক ঘণ্টা পেরোতেই ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টেও সোনা জিতে নিলেন তিনি৷ আগের দিন ৪x১০০ মিটার ফ্রি-স্টাইল রিলেতে চ্যাম্পিয়ন হয়ে বুঝিয়ে দিয়েছিলেন এবারও তিনি নিজের সাম্রাজ্য ধরে রাখতে প্রস্তত৷ এদিন চ্যাম্পিয়ন হওয়ার পর উচ্ছ্বসিত ফেল্পস সেলফি তুললেন৷ ফেল্পস জানালেন, “অসাধারণ ব্যাপার৷ এটা আমার পঞ্চম ওলিম্পিক৷ কিন্তু আমি এখানেই থেমে থাকতে চাই না৷ আরও চাই৷”

মাঝে চোটের জন্য ফর্মে ছিলেন না৷ চোট সারিয়ে ফিরে আসার পরও নিজের পুরনো ফর্ম ফিরে পাচ্ছিলেন না৷ কিন্তু ধৈর্য হারাননি৷ নিঃশব্দে প্রস্তুতি চালিয়ে গিয়েছেন৷ “সামনে সাফল্য পেতে হলে আরও পরিশ্রম করতে হবে৷ তা না হলে সফল হওয়া কঠিন৷ আমি সেই চেষ্টাই করে যাচ্ছি৷” বলছিলেন আত্মবিশ্বাসী ফেল্পস৷

ফেল্পসের নজির গড়ার দিন হতাশ করলেন আরেক মাকিন তারকা সেরেনা উইলিয়ামস৷ মহিলাদের সিঙ্গলসে ইউক্রেনের এলিনার কাছে হেরে ছিটকে গেলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা৷ তৃতীয় রাউন্ডে ৬-৪, ৬-৩ স্ট্রেট সেটে তাঁকে উড়িয়ে দেন এলিনা৷

RIOEC891P4EQA_768x432

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement