সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে বসানোর প্রতিজ্ঞা নিয়ে রিওয় গিয়েছে ১২০টা মুখ৷ আর তাঁদের সমর্থনে গলা ফাটাতে তৈরি ১২০ কোটির বেশি ভারতীয়৷
সুদূর রিওতে ওলিম্পিকের মঞ্চে যখন একটার পর একটা লড়াইয়ে নামবেন সাইনা নেহওয়াল, লিয়েন্ডার পেজ, শ্রীজেশরা৷ তখন তাঁদের সাফল্য কামনায় মন্দিরে পুজো দেবেন এদেশের মা-ঠাকুমারা৷ গোটা দেশকে এক সুতোয় বেঁধে ফেলেছেন ভারতীয় অ্যাথলিটরা৷ তাই দিল্লি থেকে কলকাতা, কাশ্মীর থেকে কন্যাকুমারী এখন একটাই স্লোগান আওড়াচ্ছে৷ “আই অ্যাম টিম ইন্ডিয়া৷”
ফেসবুকের প্রোফাইল ছবির সঙ্গেও জুড়ে গিয়েছে রিও ওলিম্পিকের লোগো ও তেরঙ্গা৷ দেশ এখন ওলিম্পিক জ্বরে আক্রান্ত৷ আর এই ১২০ কোটিরও বেশি মানুষের স্বপ্ন পূরণ করতে বদ্ধপরিকর ভারতীয় অ্যাথলিটরাও৷
আইপিএল-এর সময় “আই অ্যাম কেকেআর”-এর স্লোগানটি সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় হয়েছিল৷ এবার রিওতে যাওয়া ভারতীয় দলকে উৎসাহ দিতে “আই অ্যাম টিম ইন্ডিয়া” স্লোগান দিচ্ছেন ভারতীয়রা৷ বলা ভাল এই স্লোগানই বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় দেশাত্মবোধক গানে পরিণত হয়েছে৷
গানটি শুনলে আপনারও গায়ে কাঁটা দিয়ে উঠবে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.