Advertisement
Advertisement

Breaking News

দীপার পদক জয়ের আশায় বুক বাঁধছে ১৩০ কোটি

তাহলে দীপার আত্মবিশ্বাসের চাবিকাঠি কী? কেন! রিওয় পা রাখার আগে বিভিন্ন প্রতিযোগিতায় এখনও পর্যন্ত ৭৭টি পদক তো রয়েছে তাঁর ঘরে৷

Rio Olympics: Dipa Karmakar's final preview

ফাইল ছবি

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 13, 2016 10:05 pm
  • Updated:July 20, 2024 7:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্ল্যাশব্যাক! ২০১২ লন্ডন ওলিম্পিক৷ পদক জয়ের লড়াইয়ে রিংয়ে নামছেন মেরি কম৷ প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসেবে কি দেশকে পদক এনে দিতে পারবেন তিনি? এই প্রশ্নের উত্তর খুঁজতে ভারতবাসীর প্রতিটা মুহূর্তে কেটেছিল চরম উদ্বিগ্নে৷ অপেক্ষার অবসান ঘটিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছিলেন মনিপুরি বক্সার৷

কাট টু: ২০১৬ রিও ওলিম্পিক৷ ছবিটা অনেকটা একইরকম৷ বক্সিং রিং নয়৷ এবার জিমন্যাস্টিক্সে প্রথম ভারতীয় মহিলা হিসেবে দেশকে পদক এনে দিতে বদ্ধপরিকর ত্রিপুরার মধ্যবিত্ত পরিবারের মেয়ে দীপা কর্মকার৷ তাঁর সাফল্যের ডানায় ভর করে পদকের স্বপ্নে বুঁদ দেশবাসীও৷

Advertisement

চলতি ওলিম্পিকে এখনও পর্যন্ত পদকের মুখ দেখেনি ভারত৷ দেশের ও দশের যাবতীয় চাহিদা তাই দীপাকে ঘিরেই৷ প্রত্যাশার এত বিরাট বোঝা সামলাতে পারবেন তো তিনি? দীপা কিন্তু বলে দিচ্ছেন তিনি একেবারেই চাপ অনুভব করছেন না৷ “আমি একটুও চাপ অনুভব করছি না৷ অবশ্যই এটা আমার জীবনের সব থেকে বড় ইভেন্ট৷ কিন্তু কোনও টেনশন কাজ করছে না আমার মধ্যে৷ বরং ফাইনাল নিয়ে উৎসাহ অনুভব করছি৷ এটা আমার প্রথম ওলিম্পিক৷ প্রথমবারেই ফাইনালে উঠতে পেরেছি৷ এটাই এখন অনেক৷ এখনও পর্যন্ত নিজের সেরাটা দিয়েছি৷ ফাইনালেও সেটাই করব৷,” বলছেন দীপা৷

কিন্তু ফাইনালের লড়াইটা যে একেবারেই সহজ হবে না, তা দীপা বেশ ভাল করেই জানেন৷ কেন? কারণ বিশ্বের সেরা জিমন্যাস্টদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে তাঁকে৷ আমেরিকার সিমোন বাইলস বিশ্বের সেরা জিমন্যাস্ট হিসেবে পরিচিত৷ ইতিমধ্যেই দলগত ও ব্যক্তিগত অল-রাউন্ড বিভাগে সোনা ঝুলিতে ভরেছেন তিনি৷ রবিবারও তাঁকে সোনা জয়ের দাবিদার বলে মনে করছে বিশেষজ্ঞমহল৷ তিনি একা নন, ফেভরিটদের তালিকায় রয়েছেন রাশিয়ার মারিয়া প্রাসেকা, সুইস জিউলিয়া স্টেইনগ্রুবার, উত্তর কোরিয়ার আন-জং, উজবেকিস্তানের চুসোভিতানা, কানাডার শ্যালোন ওলসেনের মতো অভিজ্ঞ জিমন্যাস্টরা৷ অর্থাৎ হিসেব মতো ফাইনালে দীপা নামছেন ‘আন্ডারডগ’ হিসেবেই৷ তাহলে দীপার আত্মবিশ্বাসের চাবিকাঠি কী? কেন! রিওয় পা রাখার আগে বিভিন্ন প্রতিযোগিতায় এখনও পর্যন্ত ৭৭টি পদক তো রয়েছে তাঁর ঘরে৷ সেও কি কম কিছু!

অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভল্ট হল প্রোদুনোভা ভল্ট৷ জিমন্যাস্টরা সাধারণত এই ভল্টটি এড়িয়েই চলেন৷ একটু এদিক থেকে ওদিক হলেই এই ভল্ট প্রাণ পর্যন্ত কেড়ে নিতে পারে৷ আক্ষরিক অর্থেই তাই মৃত্যুকে জয় করে পদক জিততে হবে দীপাকে৷ পারবেন তো? মেরি কমের মতো আরেক ‘বিস্ময় বালিকা’ হয়ে উঠবেন কি তিনিও? ১৩০ কোটির প্রার্থনা আর শুভেচ্ছা এখন তাঁর সঙ্গেই ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement