Advertisement
Advertisement

Breaking News

রিও’য় পদকজয়ীদের খেলরত্ন ও অর্জুনের জন্য সুপারিশ

রিওতে ব্যক্তিগত ইভেন্টে যে ভারতীয় ক্রীড়াবিদ পদক জিতবেন, তিনি যদি আগে রাজীব খেলরত্ন সম্মানে ভূষিত না হয়ে থাকেন, তবে তাঁর নাম সেই পুরস্কারের জন্য সুপারিশ করা হবে৷

Rio medal winners to be considered for Khel Ratna, Arjuna
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 24, 2016 7:16 pm
  • Updated:August 9, 2021 5:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও অ্যাথলিট বা ক্রীড়াবিদ এক না এক দিন ওলিম্পিকের মঞ্চে পারফর্ম করার স্বপ্ন দেখেন৷ কারও স্বপ্ন সার্থক হয়, আর কারও অধরা থেকে যায়৷ আসন্ন রিও ওলিম্পিকে দেশের মুখ উজ্জ্বল করতে দিনরাত পরিশ্রম করে চলেছেন ভারতীয় ক্রীড়াবিদরা৷ বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে পদকজয়ী ভারতীয়দের এবার বিশেষ সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিল ক্রীড়ামন্ত্রক৷ মঙ্গলবারই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে জানানো হয়, আসন্ন ওলিম্পিকে যাঁরা পদক জিতবেন তাঁদের নাম রাজীব খেলরত্ন ও অর্জুন পুরস্কারের জন্য বিবেচনা করা হবে৷
রিওতে ব্যক্তিগত ইভেন্টে যে ভারতীয় ক্রীড়াবিদ পদক জিতবেন, তিনি যদি আগে রাজীব খেলরত্ন সম্মানে ভূষিত না হয়ে থাকেন, তবে তাঁর নাম সেই পুরস্কারের জন্য সুপারিশ করা হবে৷ দলগত বিভাগে খেলোয়াড়রা ঝুলিতে পদক ভরতে পারলে তাঁদের নামও অর্জুন পুরস্কারের জন্য সুপারিশ করবে ক্রীড়ামন্ত্রক৷ সেক্ষেত্রে কোনও খেলোয়াড় ক’টা গোল করেছেন বা ক’টা গোল হজম হওয়া থেকে দলকে বাঁচিয়েছেন, সেই বিষয়গুলি মাথায় রেখে তাঁদের নাম বেছে নেওয়া হবে৷
ক্রীড়ামন্ত্রকের এই পদক্ষেপ ক্রীড়াবিদদের ওলিম্পিকে পদক জিততে আরও উদ্বুদ্ধ করবে বলে মনে করছে ক্রীড়ামহল৷ পাশাপাশি ওলিম্পিক শেষ হওয়ার পরই নিজেদের নাম বিশেষ সম্মানের তালিকায় দেখতে পাবেন খেলোয়াড়রা৷ ফলে পদক জয়ের পর এক বছর অপেক্ষা করে থাকতে হবে না তাঁদের৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement