দীপক পাত্র, রিও ডি জেনেইরো: টুইটার হোক বা ফেসবুক, সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটা আলোচনাই চোখে পড়বে৷ পদক জয়ের ক্ষেত্রে মাইকেল ফেল্পস একাই একটা গোটা দেশকেই কার্যত পিছনে ফেলে দিচ্ছেন৷ সেই ১৯০০ সাল থেকে ওলিম্পিকে এখনও পর্যন্ত ভারতের পদক সংখ্যা ২৬৷ সেখানে পাঁচবারের ওলিম্পিয়ান ফেল্পস ঝুলিতে ভরেছেন ২৫ টি পদক৷ যার মধ্যে ২১ টি সোনা৷ আর ভারতের? ন’টি৷ মার্কিন সাঁতারুর কৃতিত্বের ব্যাখ্যা হয়তো এর থেকে বেশি করার প্রয়োজন হবে না৷
চলতি ওলিম্পিকে এখনও পদকের মুখ দেখেনি ভারত৷ যাঁদের উপর দেশবাসীর বেশি ভরসা ছিল, সেই অভিনব বিন্দ্রা, লিয়েন্ডার পেজ, সানিয়া মির্জারা ব্যর্থ হয়েছেন৷ বুধবার সেই তালিকায় আরও কয়েকজনের নাম জুড়ল৷ এদিনের শুরুটা ছিল জিতু রাইকে দিয়ে৷ দেখা গেল, যেই শুটাররা যত বেশি প্রতিশ্রুতি দেখিয়ে এসেছিলেন, তাঁরা তত বেশি ব্যর্থ৷ জীতু নেমেছিলেন ছেলেদের ৫০ মিটার পিস্তল ইভেন্টে৷ প্রথম দিকে বেশ ভাল৷ কিন্তু, একদম শেষের রাউন্ডে কী হল জিতুই বলতে পারবেন৷ ভারোত্তলনে ৭৭ কেজি বিভাগে সতীশ শিবলিঙ্গমের লড়াই করেও হারেন৷ এদিকে জুডো থেকে ছিটকে গেলেন অবতার সিং৷ উদ্বাস্তু দলের প্রতিযোগীর কাছে লজ্জাজনক হার তাঁর৷ হকিতেও ব্যর্থ ভারতীয় মহিলা দল৷ অস্ট্রেলিয়ার কাছে ১-৬ গোলে হার ভারতের৷ এনিয়ে টানা দু’ম্যাচেই হারল দল৷
সেই তুলনায় মেয়েদের ব্যক্তিগত তিরন্দাজিতে বোম্বাইলা দেবী ও দীপিকা কুমারী বেশ ভাল ফল করলেন৷ দু’জনই ব্যক্তিগত ইভেন্টের শেষ ষোলোয় পৌঁছে গেলেন৷ বিশ্বের দশ নম্বর চিনা তাইপের লিন শি চিয়াকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে গেলেন বোম্বাইলা দেবী৷ রাউন্ড অফ ৩২-এ জর্জিয়ার ক্রিস্টিনকে হারালেন দীপিকা৷ জয়ের তালিকায় এদিন নাম লেখালেন বক্সার মনোজ কুমার৷ ৬৪ কেজি বিভাগে ইভালডাসকে হারিয়ে প্রি-কোয়ার্টারে পৌঁছলেন তিনি৷ এদিকে, ডেনমার্ককে ৪-০ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছে গেল ঘরের দল ব্রাজিল৷ কোয়ার্টারে কলম্বিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা৷
বৃহস্পতিবার বেশ কিছু গরমাগরম অ্যাকশনের দিকে নজর থাকবে দেশবাসীর৷ ছেলেদের হকিতে ভারতের লড়াই হল্যান্ডের সঙ্গে৷ এদিনই নামছেন সাইনা নেহওয়ালও৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.