Advertisement
Advertisement

Breaking News

রিওতে সোনার ‘অষ্টমী’ বোল্টের

"মহম্মদ আলি, পেলের মতো কিংবদন্তিদের পাশে আমার নামকে রাখতে চাই৷"

Rio 2016: Usain Bolt wins gold in 200m event
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 19, 2016 3:51 pm
  • Updated:July 20, 2024 5:31 pm  

দীপক পাত্র, রিও ডি জেনেইরো: সেই একইরকম কুল৷ টেনশনের চিহ্নমাত্র নেই৷ ক্যামেরা তাঁর দিকে তাক করলেই, কোমর দোলাচ্ছেন, নাচছেন৷ রিও-তে একশো মিটারে নামার আগে যে ছবি পাওয়া গিয়েছিল, ২০০ মিটারের আগেও ঠিক তাই৷ যদিও উসেইন বোল্টের মনের ভিতরে ঝড় চলছিল কি না বোঝার উপায় নেই৷ একশো মিটারে জেতার পরই সাত সোনা পকেটে চলে এসেছিল৷ এবার ২০০ মিটারেও সোনা জিতলেন তিনি৷ সংখ্যাটা গিয়ে দাঁড়াল আটে৷ বোল্টের ইভেন্ট বাকি বলতে ৪x১০০ মিটার৷ তিনি জানালেন, “মহম্মদ আলি, পেলের মতো কিংবদন্তিদের পাশে আমার নামকে রাখতে চাই৷ দেখতে চাই, রিলের পরে সংবাদ মাধ্যম আমাকে কিংবদন্তিদের পাশে রাখে কি না৷”

দৌড়ের পর তাঁর চেনা পরিচিত স্টাইলে ট্র্যাকের উপর দাঁড়ানো, সমর্থকদের দিকে দৌড়ে গিয়ে ভিড়ে মিশে যাওয়া, দেদার সেলফি তোলা সবই করলেন৷ তারপর একটু দম নিয়ে জানালেন, “এটাই আমার শেষ ওলিম্পিক৷ সবাই যাতে মনে রাখে সেরকমই পারফর্ম করে যাব৷ আমি চ্যাম্পিয়ন, এটা নতুন করে আর কাউকে প্রমাণ করার কিছু নেই৷ গোটা কেরিয়ারে পরিশ্রম করেছি নিজেকে সেরা প্রমাণ করতেই৷ ওলিম্পিকে আটটা সোনা নিঃসন্দেহে সবাইকে চমকে দেওয়ার মতো৷ এই মঞ্চে দাঁড়িয়ে একটা মানুষ যা কিছু করতে পারে, আমি সেটাই করে দেখিয়েছি৷”

Advertisement

ব্যক্তিগত ইভেন্টে বোল্টের লড়াই আর দেখতে পাওয়া যাবে না৷ রিলেতে নামবেন তিনি৷ সেখানেও সোনা মানে, মোট ন’টি সোনার মালিক হয়ে যাবেন বিশ্বের দ্রুততম মানব৷ মাইকেল ফেল্পস সাঁতারে সবমিলিয়ে ২৩টি সোনার পদক নিয়ে অবসর নিয়েছেন৷ কে সেরার প্রশ্ন উঠলে তা এড়িয়ে যান বোল্ট৷ “সাঁতার ও ট্র্যাক অ্যান্ড ফিল্ড আলাদা ইভেন্ট৷ দু’টোর মধ্যে কখনও তুলনা টানা যায় না৷ ফেল্পসও দুর্দান্ত৷ আমরা দু’জনেই নিজেদের মঞ্চে সেরা৷” বলে দেন জামাইকার তারকা স্প্রিন্টার৷ আপাতত প্রশ্ন একটাই৷ ওলিম্পিকে সোনা জয়ের হ্যাটট্রিকের হ্যাট্রিক হবে কি?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement