Advertisement
Advertisement

Breaking News

‘সোনার মেয়ে’ হওয়ার প্রতীক্ষায় সিন্ধু

দেশজুড়ে এখন একটাই স্লোগান৷ গো ফর গোল্ড সিন্ধু৷

Rio 2016: PV Sindhu will play for gold
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 19, 2016 2:52 pm
  • Updated:July 13, 2018 6:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে এখন একটাই স্লোগান৷ গো ফর গোল্ড সিন্ধু৷

CqNPip4UAAAjEEz

Advertisement

ইতিহাস তৈরি করে ফেলেছেন৷ এবার নিজেকে ছাপিয়ে যাওয়ার অপেক্ষায় পুশরলা বেঙ্কট সিন্ধু৷ পাহাড় প্রমাণ প্রত্যাশার চাপ মাথায় নিয়ে ভারতীয় সময় শুক্রবার সন্ধেয় জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় নামবেন হায়দরাবাদি শাটলার৷ তিনিই পারবেন দেশকে সোনা এনে দিতে৷ দেশবাসীর এই ভরসাতে সিলমোহর লাগিয়ে দিলেন সিন্ধু নিজেও৷ বললেন, “সোনার জন্য নিজের সবটুকু ঢেলে দেব৷ কোনও চাপ অনুভব করছি না৷ শুধু এটুকুই জানি, আমার সামনে একটা বড় সুযোগ রয়েছে৷ সেটাকে কাজে লাগাতেই হবে৷”

ইতিমধ্যেই সাক্ষী মালিকের হাত ধরে রিওতে পদক খরা কাটিয়েছে ভারত৷ এবার পালা সিন্ধুর৷ বিশ্বের ছ’নম্বর নজোমি ওকুহারাকে পরাস্ত করে ফাইনালে পৌঁছে রুপো নিশ্চিত তো হয়েই গিয়েছে৷ কিন্তু সোনা হাতছাড়া করতে রাজি নন সিন্ধু৷ তাই বিশ্বের এক নম্বর শাটলারকে মাটি ধরিয়ে সোনার মেয়ে হয়ে উঠতে মরিয়া তিনি৷ আর তাঁর জন্য গলা ফাটাতে শুরু করে দিয়েছে গোটা দেশ৷ শচীন তেণ্ডুলকর থেকে অমিতাভ বচ্চন, সানিয়া মির্জা থেকে রাজ্যবর্ধন সিং রাঠৌর, আসমুদ্রহিমাচল সিন্ধুর জন্য প্রার্থনা করছেন৷ সুদূর কুইন্স পার্কে টেস্ট ম্যাচের ব্যস্ততার ফাঁকে ভারতীয় শাটলারকে শুভেচ্ছা জানাতে ভুললেন না ক্যাপ্টেন বিরাট কোহলি, কোচ অনিল কুম্বলেরাও৷

ডোপিং বিতর্কে নাম জড়িয়ে চার বছর নির্বাসিত হওয়ায় রিওয় যাওয়া হচ্ছে না কুস্তিগির নরসিংহ যাদবের৷ অর্থাৎ হিসেব মতো সিন্ধুর হাত ধরেই আসতে চলেছে এবারের শেষ ওলিম্পিক পদক৷ ভারতীয় হিসেবে ওলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ের একমাত্র কৃতিত্ব রয়েছে শুটার অভিনব বিন্দ্রা৷ এবার সেই তালিকায় নাম লেখাতে কি পারবেন সিন্ধু? তা জানতে আজ দেশবাসীর নজর থাকবে টিভি-র পর্দায়৷ তবে সিন্ধুর খেলা হাসপাতালের বিছানায় শুয়েই দেখতে হবে সাইনা নেহওয়ালকে৷ কারণ হাঁটুর চোট নিয়ে তিনি আপাতত হাসপাতালেই রয়েছেন৷ দ্রোণাচার্য পুল্লেলা গোপীচাঁদের প্রাক্তন ছাত্রী সাইনা ও বর্তমান ছাত্র কিদাম্বি শ্রীকান্ত পারেননি৷ তাই কোচেরও যাবতীয় আশা-ভরসা সিন্ধুই৷ আজ সিন্ধু সোনা জিতলে তাঁর সঙ্গে সঙ্গে জীবন সার্থক হবে গোপীচাঁদেরও৷ তবে সোনা হোক রুপো, ভারতবাসীর কাছে সিন্ধু চ্যাম্পিয়নই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement