সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর বাকি মোটে চারদিন৷ অথচ চলতি ওলিম্পিকে ভারতের পদকের ভাঁড়ার এখনও শূন্য৷ সাইনা নেহওয়াল, সানিয়া মির্জা, শ্রীজেশরা ব্যর্থ হয়েছেন৷ যে দীপা কর্মকারের দিকে দেশবাসী তাকিয়ে ছিল, তিনি চতুর্থ স্থানে শেষ করে পদক হাতাছাড়া করেছেন৷ এখন ভরসা একজনই৷ পিভি সিন্ধু৷ ওলিম্পিকের একাদশ দিনে পদক জয়ের দিকে আরও একধাপ এগিয়ে গেলেন ভারতীয় শাটলার৷
লন্ডন ওলিম্পিকে রুপোজয়ী ওয়াং ইয়াহানকে মঙ্গলবার স্ট্রেট গেমে উড়িয়ে মহিলা সিঙ্গলসের শেষ চারে পৌঁছে গেলেন সিন্ধু৷ ৫৪ মিনিটের লড়াইয়ে চিনা প্রতিপক্ষকে ২২-২০, ২১-১৯ গেমে হারান বিশ্ব চ্যাম্পিয়নশিপে দু’বারের ব্রোঞ্জজয়ী ভারতীয় শাটলার৷ সাতবারের সাক্ষাতে এই নিয়ে তৃতীয়বার বিশ্বের দু’নম্বর ওয়াংকে পরাস্ত করলেন তিনি৷ এই জয়ের ফলে দ্বিতীয় মহিলা ব্যাডমিন্টন তারকা হিসেবে ওলিম্পিকের সেমিফাইনালে পৌঁছলেন সিন্ধু৷ এর আগে এই কৃতিত্ব ছিল সাইনার৷ পরের ম্যাচে জাপানের নমোজি ওকুহারার বিরুদ্ধে জিতলেই রুপো নিশ্চিত করে ফেলবেন ২১ বর্ষীয় সিন্ধু৷ আর হারলে, ব্রোঞ্জ পদকের জন্য লড়বেন তিনি৷
ভারতীয় প্রতিযোগীদের মধ্যে পদক জয়ের দাবিদার হিসেবে তালিকার অনেকটাই নিচে রাখা হয়েছিল সিন্ধুকে৷ এখন তিনিই আশা জিইয়ে রেখেছেন৷ তবে কি সিন্ধুর হাত ধরেই পদক খরা কাটাতে সফল হবে ভারত? অপেক্ষায় দেশবাসী৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.