Advertisement
Advertisement
Rinku Singh

‘স্বপ্নের মতোই লাগছে’, আয়ারল্যান্ড সফরে ডাক পেয়ে উচ্ছ্বসিত রিঙ্কু

এবারের আইপিএল রিঙ্কুর জীবনের গেমচেঞ্জার।

Rinku Singh opens up as he gets selected for Ireland tour । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:August 1, 2023 1:00 pm
  • Updated:August 1, 2023 2:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন গলি থেকে রাজপথে যাত্রা। রিঙ্কু সিংয়ের (Rinku Singh) উত্থানকে এভাবেই ব্যাখ্যা করা যায়।
আয়ারল্যান্ড সফরের দল ঘোষিত হয়েছে। সেই সফরে দলে জায়গা পেয়েছেন রিঙ্কু সিং। বাঁ হাতি ব্যাটসম্যান বলছেন, ”এ যেন স্বপ্নের মতো ব্যাপার। আমি এখনই জাগতে চাই না।”

আয়ারল্যান্ড সফরে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন জশপ্রীত বুমরাহ। এগারো মাস পরে তাঁর প্রত্যাবর্তন ঘটেছে জাতীয় দলে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রয়েছেন রিঙ্কুও। তিনি বলছেন, ”দুর্দান্ত এক অনুভূতি। ভাষায় আমি তা প্রকাশ করতে পারব না। একদম শূন্য থেকে আজ এই জায়গায় পৌঁছেছি। আমি আবেগপ্রবণ একজন। পরিবারের সঙ্গে কথাবার্তার শেষে প্রতিবারই আমাদের কাঁদতে হয়েছে।” 

Advertisement

[আরও পড়ুন: গার্ড মুলারকে ছাপালেন রোনাল্ডো, নতুন রেকর্ডের মালিক সিআর সেভেন]

কলকাতা নাইট রাইডার্স দলে রিঙ্কু রয়েছেন ছ’ বছর। আইপিএলের প্রথম তিন মরশুমে রিঙ্কু কোনও প্রভাবই ফেলতে পারেননি। মাত্র ৭৭ রান করেছিলেন। ২০২১ সালে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি তিনি। ২০২২ সালের আইপিএলের দ্বিতীয়ার্ধের কয়েকটি ম্যাচে দ্রুত রান তোলেন। কিন্তু আইপিএল ২০২৩ গেমচেঞ্জার রিঙ্কুর কাছে। ৪৭৪ রান করেন তিনি। রিঙ্কু বলেন, ”ছ’ বছর ধরে কেকেআর-এর সঙ্গে রয়েছি। গোড়ার দিকে কয়েকটা সুযোগ পেলেও সেগুলোর সদ্ব্যবহার করতে পারিনি। দলের সঙ্গে থেকে অনেককিছু শিখেছি শুরুর দিকে। অভিষেক নায়ার স্যরের কাছ থেকে অনেক শিখেছি। কঠিন পরিশ্রম এখন কাজে আসছে।”

দেশের হয়ে খেলতে চেয়েছিলেন রিঙ্কু। তিনি বলছেন, ”কোনও কিছু নিয়ে বেশি চিন্তাভাবনা করলে দেখেছি তা সফল হয় না আমার ক্ষেত্রে। আমি বর্তমান নিয়ে ভাবনাচিন্তা করি। সবাই আমাকে পাঁচটা ছক্কা নিয়ে প্রশ্ন করে। জানতে চায় এর পিছনে প্ল্যানিং কী ছিল। সত্যি ঘটনা হল, কোনও প্ল্যানিং ছিল না। দিনটা আমার ছিল। প্রতিটা বল ঠিকঠাক ব্যাটে লেগেছিল। সবই ঈশ্বরের পরিকল্পনা ছিল।”

[আরও পড়ুন: ‘দেশের হয়ে একশো শতাংশ দিই’, কপিলকে পালটা দিলেন জাদেজা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement