Advertisement
Advertisement

ঘরোয়া ক্রিকেটে প্রথম দ্বিশতরান করে বাজিমাত ঋদ্ধির

গত বছর ভাইজ্যাগে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে ভারতের জার্সি গায়ে চাপিয়েছিলেন ঋদ্ধি৷

riding on Wriddhiman Saha's blasting double ton Rest of India clinch Irani Trophy
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 24, 2017 1:59 pm
  • Updated:September 13, 2023 6:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট ক্রিকেট থেকে মহেন্দ্র সিং ধোনির অবসরের পর থেকে উইকেট কিপার হিসেবে ভারতীয় দলে একপ্রকার অপরিহার্য হয়ে উঠেছেন ঋদ্ধিমান সাহা৷ শুধু উইকেটের পিছনে দাঁড়িয়েই নয়, ব্যাট হাতেও যে তিনি ম্যাচ উইনার, তাও প্রমাণ করে দিলেন তিনি৷ প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবার ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ইরানি ট্রফিতে নিজের দলকে চ্যাম্পিয়ন করলেন বাংলার ক্রিকেটার৷

(শাহরুখের ‘বাজিগর’ তকমা এবার ছিনিয়ে নিলেন অন্য কেউ!)

গুজরাটের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২২৬ রানে গুটিয়ে গিয়েছিল ভারতীয় অবশিষ্ট একাদশ৷ ফলে ৩৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে বেশ চাপেই পড়ে যান চেতেশ্বর পূজারারা৷ কিন্তু দ্বিতীয় ইনিংসে দল যেভাবে ঘুরে দাঁড়াল, তাতে ধোপে টিকল না গুজরাটের বোলিং অ্যাটাক৷ অধিনায়ক পূজারাকে পাশে নিয়ে ২০৩ রানের লম্বা ইনিংস খেলে অপরাজিত থেকে দলকে ট্রফি এনে দিলেন ঋদ্ধি৷ ২৬টি চার এবং ৬টি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর দুরন্ত ইনিংস৷ ১১৬ রানে অপরাজিত থেকে তাঁকে যোগ্য সঙ্গ দিলেন নেতা পূজারা৷ তাঁদের দর্শনীয় পার্টনারশিপই একপ্রকার হারতে বসা ম্যাচকে জয়ের সরণিতে এনে দিল৷ এই নিয়ে ১৫বার ইরানি ট্রফি ঘরে তুলল ভারতীয় অবশিষ্ট একাদশ৷

Advertisement

(মেসির জন্য এবার নগ্ন হলেন এই মডেল)

এর আগে ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ ১৭৮ রান করেছিলেন বাংলার উইকেটরক্ষক৷ মঙ্গলবার চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে নেমে নিজেকে ছাপিয়ে গেলেন তিনি৷ নিজের নামের পারে অপরাজিত ২০৩ রান লিখে ম্যাচের সেরা হলেন৷ ঋদ্ধি বলেন, “প্রথম ইনিংসে আউট হওয়ার পরই মাথায় ঢুকিয়ে ফেলি, পরের ইনিংসে ফুল লেংথ ডেলিভারিগুলি আরও আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে হবে৷ পূজারা দুই ইনিংসেই দারুণ খেলেছে৷ মনেই হচ্ছিল, ওকে সহজে আউটে করা যাবে না৷ আমাকেও খেলার জন্য সমানভাবে জায়গা করে দিয়েছে৷”

(আগামী বছর ফের মুখোমুখি ভারত-পাকিস্তান!)

গত বছর ভাইজ্যাগে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে ভারতের জার্সি গায়ে চাপিয়েছিলেন ঋদ্ধি৷ তারপরই চোটের কারণে দল থেকে ছিটকে যেতে হয়েছিল৷ তাঁর পরিবর্ত হিসেবে সুযোগ পেয়েছিলেন পার্থিব প্যাটেল৷ এবার দেখার, ইরানি ট্রফিতে এমন দুর্দান্ত দ্বিশতরানের পর আসন্ন বাংলাদেশ টেস্টের জন্য নির্বাচকরা কাকে বেছে নেন৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement