সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : তাঁর ক্রিকেটার জীবন আয়নার মতোই স্বচ্ছ৷ কখনও কোনও দুর্নীতিতে জড়িয়ে পড়েননি মাস্টার ব্লাস্টার৷ কিন্তু তাঁর খ্যাতি কি প্রভাব ফেলছে ক্রিকেটের পরবর্তী অধ্যায়ে? সম্প্রতি শচীন-পুত্র অর্জুনের পশ্চিমাঞ্চলের অনুর্দ্ধ-১৬ দলে জায়গা পাওয়া নিয়ে মাথাচাড়া দিল এ বিতর্কই৷
মুম্বইয়ের উঠতি ক্রিকেটার প্রণব ধানওয়াড়েকে মনে আছে? ঘরোয়া ক্রিকেটে ৩১৬ বলে ১০০৯ রান করে সাড়া ফেলেছিল সে৷ স্বয়ং লিটল মাস্টার তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন৷ কিন্তু পশ্চিমাঞ্চলের অনুর্দ্ধ-১৬ দল নির্বাচনেই কাহানি মে টুইস্ট৷ এই দলে ঠাঁই মেলেনি প্রণবের৷ বদলে জায়গা হয়েছে অর্জুন তেন্ডুলকরের৷ ঘরোয়া ক্রিকেটে অর্জুনের পারফরম্যান্স কেমন? তেমন নজরকাড়া কিছু নয়৷ অলরাউন্ডার হিসেবে সে ভাল খেলোয়াড় বটে, কিন্তু চমক লাগিয়ে দলে জায়গা করে নেওয়ার মতো তেমন কিছু করে উঠতে পারেনি মাস্টারপুত্র৷
এই নির্বাচনই নানামহলে বিতর্কের জন্ম দিয়েছে৷ শচীনের ছেলে বলেই কি তার এই অন্তর্ভুক্তি? এ প্রশ্নই ছড়িয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে৷ মত প্রকাশের স্বাধীন মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়ার আলাদা গুরুত্ব আছে৷ সেই প্ল্যাটফর্মেই এ ঘটনা পড়েছে সমালোচনার মুখে৷ অনেকেই এ প্রসঙ্গে অর্থনৈতিক অবস্থানের কথা তুলছেন৷ বলছেন, অটোচালকের ছেলে প্রণবের সামাজিক অবস্থানই হয়ত তার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াল৷
নির্বাচকদের তরফে এর অবশ্য কোনও আনুষ্ঠানিক জবাব দেওয়া হয়নি৷ তবে ইন্টারনেটে প্রণবের জন্মসাল হিসেবে যা উল্লেখ আছে তা হল ১৩ মে, ২০০০৷ অন্যদিকে অর্জুনের জন্মসাল ২৪ সেপ্টেম্বর, ১৯৯৯৷ অনেকে বলছেন, এই হিসেবে প্রণব ১৬ বছর বয়স সদ্য পেরিয়ে গিয়েছে৷ তাই অনুর্দ্ধ-১৬ দলে তার জায়গা না হওয়ারই কথা৷
তবে কি কোনও কিছু খতিয়ে না দেখেই সমালোচনা মুখর সোশ্যাল মিডিয়া? অর্থনৈতিক বৈষম্য, সামাজিক অবস্থান নাকি অঙ্কের হিসেবেই দলে জায়গা হল না প্রণবের সে প্রশ্নও এখন বড় হয়ে দেখা দিচ্ছে৷ তবে এ বিতর্কে নির্বাচকদের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক জবাব মেলেনি৷ তবে এ বিতর্কে সরব হয়েছেন প্রণবের বাবা প্রশান্ত৷ তিনি জানিয়েছেন, পশ্চিমাঞ্চলের অনুর্দ্ধ-১৬ দলের নির্বাচন হয়েছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুর্দ্ধ-১৬ থেকে৷ প্রণব সেই দলে খেলেই না৷ সুতরাং তাঁর জায়গা পাওয়ার প্রশ্নই উঠছে না৷ এ বিতর্কে বরং উদ্বেগে তিনি৷ প্রণব ও অর্জুন দুজনেই ভাল বন্ধু, এ কথা জানিয়ে প্রশান্তর প্রত্যাশা এই বিতর্ক যেন ওদের বন্ধুত্বে কোনও প্রভাব না ফেলে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.