Advertisement
Advertisement

Breaking News

অ্যাটলেটিকোকে হারিয়ে ইউরোপ সেরা রিয়াল

ইতিহাস ছোঁয়ার আনন্দেই বুঁদ সমর্থকরা৷

real-madrid-beats-atletico-in-penalty-shootout-to-win-champions-league-title
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 29, 2016 11:39 am
  • Updated:August 21, 2020 7:22 pm  

রিয়াল মাদ্রিদ: ১(ব়্যামোস), ট্রাইবেকার-৫

গোল- লুকাস, মার্সেলো, বেল, ব়্যামোস, রোনাল্ডো

Advertisement

অ্যাটলেটিকো মাদ্রিদ: ১(কারাসকো), ট্রাইবেকার-৩

গোল- গ্রিজম্যান, গাবি, সল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়েছিল রিয়াল৷ সামনে ছিল টানা ১১ বার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের হাতছানি৷ লড়াই ছিল সেয়ানে সেয়ানে৷ ছিল টানটান উত্তেজনা৷ ইতিহাস তৈরি হওয়ার সব উপাদানই মজুত ছিল৷ অবশেষে সান সিরোয় সেই ইতিহাস ছুঁয়ে ফেলল রিয়াল মাদ্রিদ৷ আরও একবার চ্যাম্পিয়ন্স ট্রফি গেল তাদের ঘরেই৷ সেইসঙ্গে ইতিহাস ছুঁলেন আরও একজন৷ তিনি জিনেদিন জিদান৷ প্রথমবার কোচের দায়িত্ব নিয়েই পেলেন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বাদ৷

BN-OF814_0528cl_M_20160528174107

সারা বিশ্ব জুড়েই ফুটবলপ্রেমীরা মুখিয়ে ছিলেন এই হাড্ডাহাড্ডি টক্করের সাক্ষী থাকার জন্য৷ টানটান উত্তেজনার ম্যাচে ১৫ মিনিটেই ব়্যামোসের গোলে এগিয়ে যায় রিয়াল৷ প্রথমার্ধে রিয়ালের আরও দুটি গোলের সুযোগ মিস না হলে অবশ্য খেলার গতিটাই অন্যরকম হত৷ কিন্তু তা হল না৷ বরং দ্বিতীয়ার্ধের গোড়াতেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় রিয়াল রক্ষণের নির্ভরযোগ্য সৈনিক কারভাজালকে৷ গ্রিজম্যানের পেনাল্টি মিস না হলে ইতিহাসের দিকে এই সময়ে এগিযে যেতে পারত অ্যাটলেটিকো৷ কিন্তু এদিন অন্য কিছুই অপেক্ষা করে ছিল ফুটবলপ্রেমীদের জন্য৷ খেলায় সমতা ফেরে ম্যাচের ৭৯ মিনিটে৷ কারাসকোর গোলে আশার আলো দেখেন অ্যাটলেটিকোর সমর্থকরা৷ নির্ধারিত সময়ে আর গোল শোধ করতে পারেনি রিয়াল৷ অগত্যা খেলা গড়ায় অতিরিক্ত সময়ে৷ সেখানেও খেলার ফলাফল একই৷ ঐতিহাসিক মূহূর্ত তৈরির ষোলকলা উপাদানের চাহিদা পূরণ করে খেলা গড়ায় ট্রাইব্রেকারে৷ তাতেই কাঙ্ক্ষিত জয় পায় রিয়াল৷

BN-OF816_0528cl_P_20160528174335

রিয়ালের জয়ে খুশি সমর্থকরা৷ তবে রোনাল্ডোকে এদিন চেনা ছন্দে পাওয়া যায়নি৷ আগেই চোট আঘাতে কাবু ছিলেন৷ তবু প্রত্যাশা ছিল বড় ম্যাচে জ্বলে উঠবেন৷ কিন্তু সে আশা পূরণ হল না৷ আপাতত ইতিহাস ছোঁয়ার আনন্দেই বুঁদ সমর্থকরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement