সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “এতটা বাড়াবাড়ি না করলেই পারতেন রবীন্দ্র জাদেজা৷” গির অরণ্যের বন দফতরে কান পাতলে এখন এরকম কথাই শোনা যাচ্ছে৷ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়েও ‘সিংহ-সেলফি’ কাণ্ড পিছু ছাড়ছে না স্যার জাদেজার৷ সেদিনের ঘটনার জন্য শোকজ করা হয়েছিল তাঁকে৷ শুক্রবার বন দফতরকে তারই জবাব দিলেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার৷
গত মাসের ঘটনা৷ বিয়ের পর স্ত্রী রিভা সোলাঙ্কিকে নিয়ে গির অরণ্যে ঘুরতে গিয়েছিলেন জাদেজা৷ সেখানেই এক দল সিংহের সামনে দাঁড়িয়ে তাদের সঙ্গে সেলফি তোলেন তিনি৷ সেই সেলফি সোশ্যাল সাইটেও পোস্ট করেছিলেন৷ আর তাতেই বন্য জন্তু সংরক্ষণ আইনের প্যাঁচে পড়েন তিনি৷ তারপর থেকে এই নিয়ে সমালোচনা চলছিল৷ বন দফতরও তড়িঘড়ি ব্যাপারটি নিয়ে তদন্ত শুরু করে৷ বন দফতরের নিয়ম অনুযায়ী, গির অরণ্যে সিংহ দেখতে গেলে কোনও পর্যটকই জিপ থেকে নামতে পারবেন না৷ নিরাপত্তার দিক থেকে কোনওরকম আপস করা হয় না সেখানে৷ সাফারিতে যাওয়ার আগেই সেই কথা পর্যটকদের জানিয়ে দেওয়া হয়৷
প্রশ্ন উঠেছিল, সব কিছু জানার পরও জাদেজা কেন এমনটা করলেন? ভারতীয় দলের ক্রিকেটার বলে সব কিছুতেই তাঁদের ছাড় রয়েছে, এমন প্রশ্নও তুলেছিলেন অনেকে৷ এই মুহূর্তে গির অরণ্যে ৫২৩টি এশিয়াটিক সিংহ রয়েছে৷ যেহেতু, এই জাতীয় সিংহকে ইতিমধ্যে বিরল প্রজাতি হিসাবে ঘোষণা করা হয়েছে, ফলে তাদের প্রাত্যহিক জীবনে ব্যাঘাত সৃষ্টি অপরাধ বলে গণ্য করা হয়৷ ফলে বন দফতরের পক্ষ থেকে জাদেজার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও ভাবা হচ্ছে৷ বন দফতরের তরফে জানানো হয়েছে, জাদেজা তাঁর বক্তব্য রেকর্ড করেছেন৷ এবার আমরা রিপোর্ট তৈরি করব৷ তার ভিত্তিতেই ঠিক হবে জাদেজার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে৷ তবে বন দফতরের কথায় ইঙ্গিত মিলছে যে এক চিঠিতে বরফ গলানোর পথে হাঁটতে চাইছে না তারা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.