সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনশোরও বেশি রানে এগিয়ে থেকে কেন শ্রীলঙ্কাকে ফলো-অন করালেন না ক্যাপ্টেন কোহলি? গল টেস্টে দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়াকে নামতে দেখে এমন প্রশ্নই তুলেছিলেন বিশেষজ্ঞরা। তাতে বিরাটের সাফাই ছিল গলে কোনওরকম ঝুঁকি নিতে চাননি তিনি। তবে কলম্বোয় রঙ্গনা হেরাতদের পরিস্থিতি আরও শোচনীয়। আর তাই এবার ফলো-অন করানো নিয়ে দ্বিতীয়বার ভাবেননি দলনেতা। ১৮৩ রানে শ্রীলঙ্কাকে গুটিয়ে দিয়েই তাদের ফের ব্যাট করতে পাঠালেন বিরাট।
২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনি টেস্টে অবসর ঘোষণা করলে বিরাটের কাঁধে নেতৃত্বের দায়িত্ব আসে। তারপর থেকে বিপক্ষকে সাতবার ফলো-অন করানোর সুযোগ পেয়েছিলেন কোহলি। যার মধ্যে পাঁচবারই ঝুঁকি নেননি তিনি। তবে সিংহলিজ স্পোর্টস ক্লাবে অশ্বিন-জাদেজারা চান্ডিমালদের যা হাল করে ছেড়েছেন, তাতে যে কোনও অধিনায়কই হয়তো এই সিদ্ধান্তই নিতেন। বিরাটও ব্যতিক্রমী হননি। সিরিজ জয় একপ্রকার নিশ্চিত জেনেই ইনিংস জয়ের দিকে ঝুঁকলেন তিনি।
Happy Bunch! Eight wickets fall in the morning session and #TeamIndia enforce the follow-on #SLvIND pic.twitter.com/tzg6qkBFNX
— BCCI (@BCCI) August 5, 2017
দ্বিতীয় দিনের শেষে ২ উইকেট খুইয়ে ৫০ রান করেছিল লঙ্কাবাহিনী। সেখান থেকে শনিবার লাঞ্চের আগেই শ্রীলঙ্কা ব্যাটিং-অর্ডারকে গুঁড়িয়ে দেন ভারতীয় পেসার ও স্পিনাররা। অশ্বিন একাই তুলে নেন পাঁচটি উইকেট। টেস্টে এই নিয়ে ২৬বার এমন কীর্তি অর্জন করলেন তিনি। আর দুটি উইকেট ঝুলিতে ভরে নয়া নজির গড়ে ফেললেন ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় ভারতীয় স্পিনার হিসেবে টেস্টে দ্রুততম ১৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি। ধনঞ্জয় ডি সিলভার উইকেট নিতেই বিশ্ব ক্রিকেট ইতিহাসে জায়গা করে নেন তিনি। মাত্র ৩২টি টেস্ট খেলে এই নজির গড়লেন তিনি। তাঁর আগে একমাত্র অশ্বিন এই কৃতিত্বের অধিকারী ছিলেন। ২৯ টি টেস্ট খেলে ১৫০ উইকেট তুলে নিয়েছিলেন তামিলনাড়ুর স্পিনার। কলম্বোর টেস্টের যা পরিস্থিতি, তাতে ম্যাচ যে কোনওভাবেই পঞ্চম দিনে গড়াবে না, তা বলে দেওয়া যেতেই পারে।
ছবি সৌজন্যে: দেবাশিস সেন
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.