Advertisement
Advertisement

Breaking News

কিংবদন্তি কপিলকে ছুঁলেন বিশ্বের এক নম্বর অশ্বিন

তাঁর এই মেক-ওভারে কুম্বলের অবদান অশ্বিন আগেও স্বীকার করেছেন৷

Ravichandran Ashwin touched Kapil Dev's record
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 9, 2016 2:51 pm
  • Updated:June 3, 2019 6:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবাইকে পিছনে ফেলে তিনিই এখন বিশ্বের এক নম্বর বোলার৷ বাইশ গজে হাত ঘোরালেই ঝুলিতে ঢোকে একের পর এক উইকেট৷ বিশেষ করে ঘরের মাটিতে ব্যাটসম্যানদের ত্রাস হয়ে উঠেছেন রবিচন্দ্রন অশ্বিন৷ ওয়াংখেড়েতে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন তামিলনাড়ুর স্পিনার ফের প্রমাণ করে দিলেন কেন তিনিই সেরা৷

এদিন বেন স্টোকসের উইকেটটি নেওয়া মাত্র নয়া মাইলস্টোন ছুঁয়ে ফেললেন অশ্বিন৷ টেস্ট কেরিয়ারে এই নিয়ে মোট ২৩ বার এক ইনিংসে পাঁচটি করে উইকেট নেওয়ার নজির গড়লেন ভারতীয় স্পিনার৷ যার মধ্যে ঘরের মাটিতে এই কীর্তি করেছেন ১৮ বার৷ আর সেই সৌজন্যে কিংবদন্তি কপিল দেবের (২৩ বার) সঙ্গে আসন ভাগ করে নিলেন তিনি৷ অশ্বিনের সামনে এখন হরভজন সিংয়ের (২৫) রেকর্ড ভাঙার হাতছানি৷

Advertisement

অনিল কুম্বলে দলের দায়িত্ব নেওয়ার পর থেকে বোলিংয়ে নতুন করে নজর কাড়ছেন অশ্বিন৷ কুম্বলের আমলেই টেস্ট কেরিয়ারের সর্বোচ্চ ব়্যাঙ্কিংয়ে পৌঁছেছেন৷ শুধু বোলিংই নয়, ব্যাট হাতেও চলতি সিরিজে বারবার দলের ত্রাতা হয়ে উঠতে দেখা গিয়েছে তাঁকে৷ তাঁর এই মেক-ওভারে কুম্বলের অবদান অশ্বিন আগেও স্বীকার করেছেন৷ কারণ তিনি জানেন, গুরুর রেকর্ড ছুঁতে এখনও অনেক পরিশ্রম করতে হবে শিষ্যকে৷ কারণ ভারতীয় বোলার হিসেবে এক ইনিংসে পাঁচটি উইকেট নেওয়ার কীর্তির মুকুট সেই কুম্বলের (৩৫) মাথাতেই রয়েছে৷

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে এই নিয়ে দ্বিতীয়বার এক ইনিংসে পাঁচ উইকেট তুলে নিলেন অশ্বিন৷ এর আগে ভাইজ্যাগে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও স্কোরবোর্ডে তাঁর নামের পাশে পাঁচ উইকেট জ্বলজ্বল করছিল৷ অশ্বিন যে গতিতে এগোচ্ছেন, খুব তাড়াতাড়ি বাকিদের ধরে ফেলতে পারবেন বলেই মনে করছে ক্রিকেটমহল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement