সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে জায়গা হয়নি রবিচন্দ্রন অশ্বিনের (RaviChandran Ashwin)। তা নিয়ে বিস্তর আলোচনা। অশ্বিন না থাকায় ভারতকে পরাজয় স্বীকার করে নিতে হয়েছে বলে মনে করেন অনেকে। অনেকেরই ধারণা অশ্বিন না থাকায় ভারত চাপে ফেলতে পারেনি অস্ট্রেলিয়াকে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো দেশের প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, জাদেজা একদিক থেকে চাপে রাখলেও অন্যদিক দিয়ে রান হয়ে গিয়েছে। অশ্বিন থাকলে এই চাপটা রাখা যেত। অনেকে আবার বলে থাকেন, অশ্বিনের উপরেই সব সময়ে কোপ পড়ে।
সেই অশ্বিন নিজে কী বলছেন?
ওভালে ভারতের হারের পরে টুইট করে ভারতের অফস্পিনার বলছেন, ”বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জেতার জন্য অস্ট্রেলিয়াকে অভিনন্দন। হেরে যাওয়ায় আমরা হতাশ। তবে গত দু’ বছরের চেষ্টায় আমরা একনম্বর স্থান অর্জন করেছি। সমস্ত কোলাহল এবং নানা ধরনের মন্তব্যের মধ্যে, আমার সমস্ত সতীর্থ, কোচিং এবং সাপোর্ট স্টাফের নিরলস প্রয়াসকে সাধুবাদ জানাই।” তাঁর দল থেকে বাদ পড়া প্রসঙ্গ নিয়ে একটি শব্দও খরচ করেননি অশ্বিন। স্পোর্টসম্যানশিপের পরিচয় দেন এই অফস্পিনার।
চলতি বছরের গোড়ার দিকে ভারত সফরে এসেছিল অস্ট্রেলিয়া। সেই সময়ে অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা যুগ্ম ভাবে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছিলেন। ৩৬ বছর বয়সি অশ্বিন চার টেস্টের সিরিজে ২৫টি উইকেট নিয়েছিলেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দু’ বছরের চক্রে ১৩টি টেস্ট থেকে ৬১টি উইকেট নেন অশ্বিন।
Congratulations Australia on winning this #WTCFinal and closing out this cycle of test cricket. It is disappointing to end up on the wrong side of things, nevertheless it was a great effort over the last 2 years or so to get here in the first place.
Amidst all the chaos and…
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) June 11, 2023
সেই অশ্বিনকেই সাজঘরে রেখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। মেঘলা আবহাওয়ার জন্যই অশ্বিনের বদলে উমেশ যাদবকে নামিয়েছিল ভারত। দিনের শেষে ভারতকে হার স্বীকার করতে হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.