সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোলার হিসেবে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেনই৷ এবার রবিচন্দ্রণ অশ্বিনের সাফল্যের মুকুটে জুড়ল নয়া পালক৷ চলতি বছরে আইসিসি-র বিচারে বর্ষসেরা ক্রিকেটার হলেন তিনি৷ টেস্ট ক্রিকেটেও সেরা তিনিই৷
স্পিন বোলিং চিরকালই ভারতীয় ক্রিকেটের গর্বের জায়গা৷ অনিল কুম্বলেদের থেকে যে ব্যাটনটি তিনি পেয়েছিলেন তা বয়ে নিয়ে চলেছেন সার্থকভাবেই৷ দেশের মাটি হোক কিংবা বিদেশে, তাঁর বিষাক্ত ঘূর্ণির সামনে বরাবরই অসহায় বোধ করেছেন বিপক্ষের দুঁদে ব্যাটসম্যানরা৷ ধোনির জমানাতেই দেশের নম্বর ওয়ান স্পিন বোলারের তাজ অর্জন করেছিলেন৷ কোহলির জমানায় এসে তা যেন নতুন মাত্রা পেয়েছে৷ নিজের দলের পরিত্রাতাই শুধু হয়ে ওঠেননি, গোটা বিশ্বের কাছে উদাহরণস্বরূপ হয়ে উঠেছেন৷ সেই দক্ষতা ও ডেডিকেশনেরই স্বীকৃতি মিলল৷ আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার হিসেবে এবছর জিতলেন স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি৷
তবে এখানেই শেষ নয়৷ নিজের আস্তিনে যেমন তুরুপের তাস লুকিয়ে রাখেন, সেরকমই যেন আইসিসিও তাঁর জন্য স্পেশাল উপহার লুকিয়ে রেখেছিল৷ বর্ষসেরা ক্রিকেটার হওয়ার পাশাপাশি সেরা টেস্ট ক্রিকেটারেরও খেতাব পেলেন অশ্বিন৷ টেস্ট ক্রিকেটে ভারত এবছর যে মাত্রায় পারফর্ম করেছে তাতে এই সম্মান নিশ্চিতই দেশকে তৃপ্তি দেবে৷ প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে একই বছরে এরকম শীর্ষ দুই সম্মান পেয়ে ইতিহাস গড়লেন অশ্বিন৷
আইসিসি-র বিচারে একদিনের ক্রিকেটে বর্ষসেরা হয়েছেন কুইন্টন ডি কক৷ সেরা নতুন প্রতিভার স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান৷ টি-টোয়েন্টেতে বর্ষসেরা ক্রিকেটার হয়েছে ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রেথওয়েট৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.